শেখর চন্দ্র, আসানসোল: রাতের অন্ধকারে ৪০ বছরের পুরনো স্কুল ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol)। ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকার রাজনৈতিক নেতা-কর্মীরা। ডিআরএম অফিসের সামনে টানা বিক্ষোভ দেখান তাঁরা।
জানা গিয়েছে, প্রায় ৪০ বছর আগে আসানসোলে রেলের জমিতে তৈরি হয়েছিল বিবেকানন্দ স্কুল। বেসরকারি ওই স্কুলে পড়ুয়াদের সংখ্যাও নেহাত কম নয়। রেলের জমিতে স্কুলটি তৈরি করা নিয়ে টানাপোড়েন শুরু হয়। আদালতের দ্বারস্থ হয় রেল। এরপরই সুপ্রিম কোর্টের তরফে ওই জমি রেলকে পুনরুদ্ধারের নির্দেশ দেয়। এরপরই স্কুল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
[আরও পড়ুন: ১৩ মে থেকে ১৪দিনের জন্য বাতিল হাওড়ার এই শাখা ৬৮টি ট্রেন, জেনে নিন খুঁটিনাটি]
মঙ্গলবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে বিবেকানন্দ স্কুলটি গুঁড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। কয়েকঘণ্টার মধ্যে সাফ করে দেওয়া হয় মাঠটি। এর ফলে অনিশ্চয়তার মুখে ওই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ। ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। পড়ুয়াদের স্বার্থে পথে নেমেছে তৃণমূল।