shono
Advertisement

কাঠ খেয়ে গাছ সাফ, আফ্রিকার জঙ্গলের ত্রাস এই খুদে পতঙ্গ

খুদে পোকার দাপট সামলাতে হিমশিম বিজ্ঞানীরা৷ The post কাঠ খেয়ে গাছ সাফ, আফ্রিকার জঙ্গলের ত্রাস এই খুদে পতঙ্গ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Apr 08, 2019Updated: 07:46 PM Apr 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা আকাশে ঠেকে যাওয়ার মতো বড় বড় গাছ৷ ঝাঁকড়া ঘন সবুজ অরণ্য৷ দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলেই এখন চোখ রাঙাচ্ছে পিঁপড়ের মতো এক ছোট্ট পোকা৷ হ্যাঁ, কালো কুচকুচে পোকার গ্রাসে চলে যাচ্ছে একের পর এক বড় গাছ৷ প্রকৃত কারণ চিহ্নিত করার পর নিজেরাই বিস্মিত অরণ্য গবেষকের দল৷ খুদে পতঙ্গের গাছখিদে দেখে তাঁদের আশঙ্কা, দ্রুত কোনও ব্যবস্থা না নিলে অচিরেই বন সাফ হয়ে যাবে৷ এই মুহূর্তে পোকা বধের উপায় খুঁজতে হিমশিম দশা তাঁদের৷

Advertisement

                                            [ আরও পড়ুন : পাকিস্তানে আক্রমণের ছক কষছে ভারত, অভিযোগ পাক বিদেশমন্ত্রীর]

দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রায় সাত সমুদ্র, তেরো নদী পেরিয়ে দক্ষিণ আফ্রিকা৷ চার বছর ধরে এই পথেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আফ্রিকার ঘন জঙ্গলে পৌঁছে বসতি গেড়েছে এই পোকার দল৷ গবেষণায় জানা গিয়েছে, কাঠবোঝাই জাহাজের মধ্যে কোনওভাবে ঢুকে সমুদ্র পেরিয়ে এসে দক্ষিণ আফ্রিকার বন্দরে ভিড়েছে৷ এবং চুপিসাড়ে ঢুকে পড়েছে জঙ্গলের মধ্যে৷ এই মুহূর্তে কেপ টাউনই হয়ে উঠেছে তাদের স্বর্গরাজ্য৷ বিজ্ঞানীরা বলছেন, এও নাকি বিশ্ব উষ্ণায়নের প্রভাব৷ দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের থাকার উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে৷ তাই নিরাপদ আশ্রয়ের জন্য এতটা পথ উজিয়ে আফ্রিকায় ঠাঁই নিতে হয়েছে৷ অরণ্য ধ্বংসকারী পোকার এই আগমনকে মোটেই ভাল চোখে দেখছেন না পরিবেশ বিজ্ঞানীরা৷ এর প্রভাব যে ধ্বংসাত্মক হবে, তা আগাম টের পেয়েছিলেন বলে দাবি তাঁদের৷

জোহানেসবার্গের জঙ্গলের বৈশিষ্ট্য, নীল আকাশের নিচে ঘন সবুজ চাঁদোয়ার আকার গাছের শ্রেণি৷ যা কিনা শুধুই প্রকৃতির দান নয়, অরণ্যজীবীদের যত্নে এক সারিতে দাঁড়িয়ে থাকা গাছেদের এমন সৌন্দর্য রচনা৷ কিন্তু দেখা যাচ্ছে, এই অরণ্যের অন্তত ৩০ শতাংশ পতঙ্গের পেটে চলে গিয়েছে৷ এমন চলতে থাকলে আফ্রিকার ফল এবং ফল প্রক্রিয়াকরণ শিল্প বড়সড় ক্ষতির মুখে পড়বে৷ বিশেষত বাদাম, ফলের রস এবং কাঠ ব্যবসায় ঝুঁকি বাড়বে৷ প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, ঘাতক পতঙ্গদের মূল টার্গেট কিন্তু গাছের কাঠ অর্থাৎ কাণ্ড এবং শাখাপ্রশাখা৷ তা কুরে কুরে খেতে গিয়েই গাছের মৃত্যু ঘটায়৷ গবেষক ডে বিয়ারের কথায়, ‘ এধরনের পতঙ্গরা জঙ্গলে ঢোকে একটি বিশেষ গাছের প্রতি আকৃষ্ট হয়ে৷ কিন্তু এরা যে হারে গাছেদের উপর হামলা চালাচ্ছে, তাতে আমাদের কাজের খেই হারিয়ে যাচ্ছে৷ কাজ করতে অসুবিধা হচ্ছে৷ কোনও কোনও গাছ অচিরেই মারা যাচ্ছে৷ আবার কেউ কেউ শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে৷ এতটুকুও নষ্ট হয়নি৷ এই পর্যবেক্ষণ আমাদেরকে বিভ্রান্ত করছে৷’ বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে৷ তাতে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য৷ দক্ষিণ আফ্রিকার বনাঞ্চলের স্যাঁতসেতে মাটি ওই পতঙ্গের বংশবৃদ্ধির জন্য একেবারে আদর্শ৷ যাকে বলে ঝাড়বংশে বেড়ে চলেছে পোকার দল৷

                                              [ আরও পড়ুন : সাইক্লোনের দাপটে নিশ্চিহ্ন আশ্রয়, আমগাছই আঁতুড়ঘর তরুণীর]

কিন্তু এর হাত থেকে কি জঙ্গল বাঁচানোর কোনও উপায় নেই? হ্যাঁ, সেই পথও বের করেছেন৷ বলা হচ্ছে, এক বিশেষ ধরনের ইনজেকশন প্রয়োগে পোকার আক্রমণ আটকানো যেতে পারে৷ যদিও প্রয়োজনের তুলনায় বাস্তবে ইনজেকশন প্রয়োগ করা বেশ কঠিন৷ পরিকল্পনামাফিক সব করতে অন্তত ১০ বছর সময় লাগবে৷ ততদিনে হয়ত আরও অনেক গাছই সাফ হয়ে যাবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের৷  

The post কাঠ খেয়ে গাছ সাফ, আফ্রিকার জঙ্গলের ত্রাস এই খুদে পতঙ্গ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement