ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাতসকালে দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) তমলুকের বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! অবাক হলেন তো? নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী হল! সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দেবাংশুর সিঁড়ির তলায় একটি সাপ! আর তাকেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেবে পরিচয় দিলেন তৃণমূল নেতা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
তমলুক লোকসভা আসনে যুব নেতা তথা মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। স্বাভাবিকভাবেই ভোটের কারণে তমলুকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন তিনি। বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, তমলুক থেকে বিজেপির হয়ে লড়তে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই একাধিক জায়গায় দেওয়াল লেখাও হয়ে গিয়েছে। প্রচারের মাঝে শাসকদলকে আক্রমণ করতে নিজেকে 'চন্দ্রবোড়া' বলে দাবি করেছিলেন অভিজিৎ।
[আরও পড়ুন : শুভেন্দুর ‘আপত্তি’তে মেদিনীপুরে অনিশ্চিত দিলীপ! রাজমাতাকে নিয়ে চরমে অন্তর্কলহ]
এদিন সিঁড়ির নিচে সাপ দেখা মাত্রই ব্যাঙ্গের ভঙ্গিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন দেবাংশু ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে দেবাংশু বলছেন, "তমলুকে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি। তার আগেই সিঁড়ির তলায় হাজির বিজেপির প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন উনি চন্দ্রবোড়া সাপ। আজ সকালে দেখছি আমার সিঁড়ির তলায় উনি!" মজার ছলেই বললেন, "খুব ভালো লাগছে প্রার্থী প্রতিদ্বন্দ্বির সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা বনদপ্তরে খোঁজ দিয়েছি। ওনারা এসে একে নিয়ে যাবেন।" ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।