সুমন করাতি, হুগলি: চতুর্থ শ্রেণির ছাত্রকে বেধড়ক মার। শিক্ষকের মারে ছাত্রের নাক থেকে ঝড়ল রক্ত। তাকে বাঁচাতে গেলে অন্য শিক্ষকদের উপর চড়াও হয় অভিযুক্ত শিক্ষক। ঘটনা টিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে।
অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ক্লাস চলছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই আক্রান্ত ছাত্র শিক্ষককে কিছু জানাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত শিক্ষক আশীষ আদক ওই ছাত্রকে ডাস্টার দিয়ে বেধড়ক মারতে থাকে। কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যায়। মারধরের জেরে ছাত্রের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সেই দেখে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হয় ওই শিক্ষক। বিষয়টি আহত ছাত্রের অভিভাবকদের জানানো হয়। ছাত্রকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তার।
[আরও পড়ুন: বিজেপি প্রার্থীর বাড়িতে সাদা থান-রজনীগন্ধার মালা ও বোমা, কাঠগড়ায় তৃণমূল]
স্কুল কর্তৃপক্ষর অভিযোগ, ওই অভিযুক্ত শিক্ষক আগেও ছাত্র, এমনকী সহ কর্মীদের গায়েও হাত তুলেছেন। এই ঘটনা কোনওভাবেই কাম্য নয়। তারাও চান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন। এবিষয় আহত ছাত্রর মা বলেন,তারা খুবই আতঙ্কিত। আগামিদিনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই প্রশাসনের উচিৎ ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার। যদিও এই বিষয় অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।