shono
Advertisement

তিলে তিলে জমানো স্বপ্ন! ১১২ ব্যাগ ভরতি ১ টাকার কয়েনে স্পোর্টস বাইক কিনলেন যুবক

২ লক্ষ ৮৫ হাজার টাকা দামের স্পোর্টস বাইক কিনলেন যুবক।
Posted: 03:38 PM Dec 13, 2022Updated: 03:38 PM Dec 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন কঠিন হলেও সার্থক হতে পারে। দরকার মনের জোর আর ধৈর্য্য। প্রমাণ করলেন তেলেঙ্গানার (Telangana) যুবক ভেঙ্কেটেশ। স্পোর্টস বাইকের শখ তাঁর বহুদিনের। কিন্তু গাড়ির বিরাট দাম! ২ লক্ষ টাকারও বেশি। একসঙ্গে এত টাকা যোগাড় করতে পারছিলেন না। সমস্যার সমাধানে খুচরো পয়সা জমানো শুরু করেন। ১ টাকার কয়েন জমাতেন। এভাবেই বড় সাইজের ১১২ ব্যাগ কয়েন জমিয়ে ফেলেন তিনি। সেই পয়সাতেই ২ লক্ষ ৮৫ হাজার টাকা দামের স্পোর্টস বাইক কিনে ফেললেন যুবক। যুবকের এহেন কাণ্ডে চমকে গিয়েছেন অনেকেই।

Advertisement

তেলেঙ্গানার রামকৃষ্ণপুরে বাড়ি ভেঙ্কটেশের। আর পাঁচ জন যুবকের মতোই স্পোর্টস বাইক কেনার শখ হয়েছিল তাঁর। কিন্তু স্বপ্ন ও বাস্তব এক না। অত টাকা ছিল না তাঁর কাছে। এই অবস্থায় বিষাদগ্রস্ত না হয়ে তিলে তিলে অর্থ জমানোর সিদ্ধান্ত নেন। সেই মতো ১ টাকার কয়েন জমানো শুরু করেন। সারাদিনে যখনই সুযোগ পেতেন ১ টাকার কয়েন ফেলতেন ঘটে। বেশ কয়েক বছরে তা বিরাট পরিমাণে দাঁড়ায়। এরপরেই গোপন ইচ্ছে প্রকাশ্যে আনেন ভেঙ্কটেশ। সখের স্পোর্টস বাইক কিনতে সটান বাইকের দোকানে হাজি হন তিনি।

[আরও পড়ুন: ইংরেজি শিখতে গিয়ে ইন্দোনেশিয়ার মেয়ের সঙ্গে প্রেম উত্তরপ্রদেশের যুবকের, ধুমধাম করে হল বিয়ে]

সম্প্রতি ১১২ ব্যাগ এক টাকার কয়েন নিয়ে বাইকের দোকানে উপস্থিত হয়েছিলেন ভেঙ্কটেশ। এতগুলি ব্যাগ শোরুমে আনতে তাঁকে সাহায্য করেন বন্ধুরা। যদিও শুরুতে ১১২ ব্যাগ এক টাকার কয়েন গুনতে রাজি হচ্ছিলেন না শোরুমের কর্মীরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এত কয়েন গোনা সম্ভব না। কিন্তু অনুরোধ করেন ভেঙ্কটেশ। স্বপ্নের কথা বিস্তারিত জানান। এরপরেই কয়েন গোনার কাজ শুরু হয়।

[আরও পড়ুন: শিলংয়ে মমতার কর্মিসভায় মঞ্চে সাকেত গোখলে, ‘নেতা হতে হলে সহ্য করতে হয়’, মন্তব্য নেত্রীর]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙ্কটেশের আনা ১১২ ব্যাগ ১ টাকার কয়েন গুনতে দিনের অর্ধেক ফুরিয়ে গিয়েছিল। রীতিমতো ক্লান্ত হয়ে পড়েন শোরুম কর্মীরা। তবে সার্থক হয় ভেঙ্কটেশের স্বপ্ন। কারণ বাইকের দাম ২ লক্ষ ৮৫ হাজার লাখ টাকাই জমিয়েছিলেন তিনি। যা কড়ায়-গণ্ডায় মিলিয়ে নেয় স্পোর্টস বাইকের শোরুমের কর্মীরা। এরপরই তাঁরা যুবকের হাতে তুলে দেয় স্বপ্নের বাহনটিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার