shono
Advertisement
Viral

পরীক্ষার খাতায় মাস্টারদার পুরো নাম 'পুসপারাজ'! কটাক্ষ করে 'কেষ্টদা'কে টানলেন সুকান্ত

শুধু 'পুসপারাজ'ই নয়, পরীক্ষার খাতায় একেকজন পড়ুয়া লিখেছেন একেকরকম চমকপ্রদ উত্তর, যা দেখে একেবারে আঁতকে উঠেছেন শিক্ষকরা।
Published By: Sucheta SenguptaPosted: 05:31 PM Jan 03, 2025Updated: 08:01 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় সিনেমা 'পুষ্পা' ঝড় এবার পরীক্ষার খাতায়। এক প্রশ্নের জবাবে যেভাবে ষষ্ঠ শ্রেণির ছাত্র 'পুষ্পারাজ' লিখে ফেলল, তা দেখে চক্ষুচড়কগাছ শিক্ষকদের। এনিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে ভাইরাল সেই উত্তর দেখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আবার কটাক্ষের সুরে টানলেন 'কেষ্টদা'র প্রসঙ্গ। তাঁর কটাক্ষ, ''কোনওদিন পড়ুয়ারা না মাস্টারদাকে কেষ্টদা ডেকে বসে! যেখানে শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় বসে প্রতিবাদ করছেন, ক্লাসে যাচ্ছেন না, সেখানে অবস্থা তো এমনই হবে।''

Advertisement

পরীক্ষার খাতাটি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। কলকাতা সংলগ্ন এক এলাকার স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছিল - মাস্টারদার পুরো নাম কী? তার জবাবে এক ছাত্র বড় বড় করে লিখেছে - 'পুসপারাজ'। হ্যাঁ, এই বানানেই লিখেছে সে। 'পুষ্পা' বানানটিও ঠিকমতো জানে না, অথচ 'পুষ্পারাজ' কথাটা যেভাবে তার মাথায় ঢুকে গিয়েছে এবং মাস্টারদা সূর্য সেনের মতো অবিসংবাদী এক সংগ্রামীর নামে সেই কথাটি প্রয়োগ করে ফেলল, তা দেখে স্তম্ভিত হওয়া ছাড়া অন্য কোনও প্রতিক্রিয়া প্রায় অসম্ভব।

মাস্টারদার নামের জায়গায় উত্তরপত্রে 'পুসপারাজ' লেখাতেই শেষ নয়। ওই স্কুলে ষষ্ঠ শ্রেণির একাধিক উত্তরপত্রই এমন চমকপ্রদ। কোথাও ভ্রমণের অভিজ্ঞতা লিখতে গিয়ে একজন বাবা-মায়ের মধ্যে ঝগড়ার কথা লিখেছে! কেউ কেউ বানিয়ে গল্প লিখে দিয়েছে, তাও নজর এড়ায়নি শিক্ষকদের। সবমিলিয়ে পরীক্ষার খাতা দেখা তাঁদের কাছে একেবারে মাথাব্যথা হয়ে উঠেছে। আর সেই ফাঁকেই 'পুসপারাজ' উত্তর সবচেয়ে বেশি ভাইরাল হয়ে গিয়েছে। এনিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, “শিক্ষকরা যদি রাস্তায় আন্দোলনে ব্যস্ত থাকেন, তাহলে এরকমই হবে। কোনওদিন পড়ুয়ারা মাস্টারদাকে ‘কেষ্টদা’ না ডেকে বসে।” এমন উত্তরের খবর জেনে চিন্তিত শিক্ষামহলের একটা বড় অংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাস্টারদার পুরো নাম কী? ছাত্রের জবাব দেখে তাজ্জব শিক্ষকরা।
  • উত্তরে লেখা - 'পুসপারাজ'! ভাইরাল ষষ্ঠ শ্রেণির ছাত্রের এই কীর্তি।
Advertisement