শান্তনু কর, জলপাইগুড়ি: ধর্ষণে অভিযুক্ত ব্যবসায়ীকে আড়াল করার অভিযোগ উঠল সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার (John Barla) বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্যবসায়ীর বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ডুয়ার্সের এক আদিবাসী মহিলা। অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বুধবার জলপাইগুড়ির পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানান মহিলা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, পুরনো সম্পর্কের সুযোগ নিয়ে একাধিকবার তার উপর শারীরিক নির্যাতন চালায় জয়চাঁদ আগরওয়াল। বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে ডুয়ার্সে পরিচিত অভিযুক্ত। মহিলা জানান, নির্যাতনের অভিযোগ জানাতে প্রথমে তিনি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কাছে গিয়েছিলেন। সাহায্য করার পরিবর্তে ব্যবসায়ীকেই সাংসদ আড়াল করতে ব্যস্ত বলেই অভিযোগ তাঁর। এরপর বিচারের আশায় পুলিশের দারস্থ হন তিনি।
জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, বানারহাট থানায় স্থানীয় ব্যাবসায়ী জয়চাঁদ আগরওয়ালার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা এক আদিবাসী মহিলা (Tribal Woman)। আরও অভিযোগ, প্রথমে তিনি স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কাছে গেলেও কোনও সাহায্য পাননি। পরিবর্তে ব্যবসায়ীকে আড়াল করার চেষ্টা করেছেন বার্লা। অভিযোগ পেয়েই পুলিশ জয়চাঁদ আগরওয়ালকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। মহিলার জবানবন্দি নেওয়া হবে। প্রয়োজনে সাংসদকেও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: মোবাইলে অশ্লীল ছবি তুলে নাবালিকাকে ব্ল্যাকমেল, অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের বিরুদ্ধে দায়ের অভিযোগ]
জমি কেলেঙ্কারির পর এবার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে এক ধর্ষণে অভিযুক্ত কে আড়াল করার অভিযোগ ওঠায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি শিবির। তবে ঘটনায় মন্ত্রীর নাম জড়ানোর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মনে করেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। তাঁর কথায়, আইন আইনের পথে চলবে। তবে যদি অনেকদিন আগে এই ঘটনা ঘটে থাকে তাহলে মহিলা আগে কেনও পুলিশের দারস্থ হননি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ ব্যাপারে জন বার্লার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বারবার ফোন কেটে দিয়েছেন তিনি।