বাবুল হক, মালদহ: কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় পুত্রবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্ৰাম হাট এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম আদরি খাতুন। বয়স ২০ বছর। প্রায় দেড় বছর আগে বিহারের আজমনগর থানার কুশল গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের মেয়ে আদরি খাতুনের সঙ্গে বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্ৰাম হাটের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মহিদুর রহমানের। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য চাপ দেয় বধূকে। আদরির উপর মানসিক নির্যাতন শুরু হয়। বাবার বাড়ি থেকে যৌতুকের বাইক ও আসবাবপত্র নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ।
[আরও পড়ুন: আচমকা খেপে পথচারীকে গুঁতো, কালো ঘোড়াকেই আটক পুলিশের!]
কয়েকমাস আগে আদরিকে বাড়িতে রেখে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যান স্বামী মহিদুর রহমান। অভিযোগ, তার পর থেকেই শ্বশুরের কুনজর পড়ে আদরির উপর। মাঝে মধ্যেই আদরিকে কুপ্রস্তাব দিতে থাকে সে। এক পর্যায়ে স্বামী ও বাপের বাড়িতে বিষয়টি জানাতে বাধ্য হন তিনি। এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শ্বশুর আবদুল মান্নান আদরিকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।