shono
Advertisement

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীকে খুন করে উধাও যুবক! চাঞ্চল্য বীরভূমে

অভিযুক্তের খোঁজে পুলিশ। The post বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীকে খুন করে উধাও যুবক! চাঞ্চল্য বীরভূমে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 AM Jun 29, 2020Updated: 10:24 AM Jun 29, 2020

নন্দন দত্ত, সিউড়ি: বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীকে খুন করে উধাও স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) দুবরাজপুর থানার হেতমপুর গ্রামে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে খুন? তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা।

Advertisement

পশ্চিম বর্ধমানের ফরিদপুরের গৌরবাজার এলাকার বাসিন্দা মিলন ডোম। স্ত্রী গীতানাথকে নিয়ে রবিবার সন্ধেয় বীরভূমের দুবরাজপুরে পেশায় কেয়ারটেকার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই যুবক। রাতে খাওয়া দাওয়া সেরে সস্ত্রীক দোতলা ঘরে ঘুমোতে যায় মিলন। নিচের ঘরে ছিলেন ওই যুবকের বন্ধু। জানা গিয়েছে, সকালে ঘুম ভাঙতেই অভিযুক্তের বন্ধু দেখেন সদর দরজা খোলা। সন্দেহ হওয়ায় মিলনের খোঁজে উপরের ঘরে যেতেই নজরে পড়ে বন্ধুর স্ত্রীর নিথর দেহ। বুঝতে পারেন বেপাত্তা বন্ধু। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তাঁরা।

[আরও পড়ুন: টানা লকডাউনে মুখ থুবড়ে পড়েছে শিলিগুড়ির অর্থনীতি, ৩ মাসে ক্ষতি দু’হাজার কোটি টাকা]

কিন্তু কী কারণে বেড়াতে গিয়ে খুন? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে স্ত্রীর সঙ্গে বচসার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে জিজ্ঞাসা করা হচ্ছে অভিযুক্তের বন্ধুকে। তাঁর কথায়, বন্ধুর মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ রবিবার নজরে পড়েনি তাঁর। কিন্তু সত্যিই কী মুহূর্তের বচসায় এই হত্যালীলা? নাকি পরিকল্পনামাফিক স্ত্রীকে খুনের উদ্দেশ্যেই বীরভূমে এসেছিল অভিযুক্ত? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।

[আরও পড়ুন: মায়ের জন্য একা হাতে কুয়ো খুঁড়ে রাতারাতি বিখ্যাত রানিগঞ্জের ববিতা, ধন্যি মেয়ের পাশে প্রশাসন]

The post বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীকে খুন করে উধাও যুবক! চাঞ্চল্য বীরভূমে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার