শাহাজাদ হোসেন, ফরাক্কা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে খুনের পর প্রমাণ লোপাটে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে কবর থেকে দেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতিতে।
জানা গিয়েছে, মৃতার নাম ফিরোজা বিবি। ৯ বছর আগে সুতির বাসিন্দা জাহাঙ্গির আলমের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। প্রথমে স্বাভাবিক ছন্দেই চলছিল সংসার। তাঁদের তিন সন্তানও রয়েছে। মৃত্যুর সময়েও অন্তঃসত্ত্বা ছিলেন ফিরোজা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, কিছুদিন আগে ফিরোজা জানতে পারেন স্বামী জাহাঙ্গির বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তা নিয়ে শুরু হয় অশান্তি। এসবের মাঝেই ২৩ জানুয়ারি মধ্যরাতে মৃত্যু হয় ফিরোজার। বাপের বাড়ির সদস্যরা বিষয়টা জানার পরই অভিযোগ করেন, তাঁদের মেয়েকে পরিকল্পনামাফির শ্বাসরোধ করে খুন করা হয়।
[আরও পড়ুন: মালদহে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সাহায্য ও সরকারি চাকরি]
গত ২৬ জানুয়ারি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা রিমাদ আলি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মৃত্যুর ৭ দিন পর কবর থেকে তোলা হয়েছে ফিরোজার দেহ। উপস্থিত ছিলেন সুতি ২ নম্বর নম্বরের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল ও সুতির ওসি তন্ময় ভকত। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মহিলার মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বাপের বাড়ির লোকেরা।