ক্ষীরোদ ভট্টাচার্য ও বিধান নস্কর: রাজ্যে ডেঙ্গির বলি আরও এক। এবার ডেঙ্গি প্রাণ কাড়ল দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক প্রৌঢ়ার। ফলে ওই এলাকায় মোট ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬।
জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগরের বাসিন্দা রুনা বসাক। তাঁর বয়স ৫৩ বছর। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ১৪ সেপ্টেম্বর তাঁকে ভরতি করা হয় নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছিল তাঁর। পরবর্তীতে ডেঙ্গি পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে।
[আরও পড়ুন: ‘কাজ করতে পারছি না, স্বেচ্ছাবসর চাই,’ ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব যোগেশচন্দ্রের অধ্যক্ষ]
গত ২১ সেপ্টেম্বর মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। তাঁর মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে উল্লেখ রয়েছে, ডেঙ্গি, এনএস ১-এর। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গির বলি হলেন ৬ জন। প্রসঙ্গত, গত বুধবারই শ্যামনগর অঞ্চলের বছর ১২-এর এক কিশোরীর মৃত্যু হয় ডেঙ্গিতে। একের পর এক ডেঙ্গিতে মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে স্থানীয়দের।