মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ফের পথ দুর্ঘটনা (Accident) বাগনানে। রবিবার সাত সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি মালবাহী লরি পিষে দিল সাইকেল আরোহী এক যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘাতক লরি এবং চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনানের কাছারিপাড়া এলাকায় জাতীয় সড়কে কলকাতাগামী একটি মালবাহী লরি পিছন থেকে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ধাক্কায় জেরে ছিটকে পড়েন যুবক। তখনই তাঁকে পিষে দেয় লরিটি। দেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। আধিকারিকরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আধঘণ্টা পরে অবরোধ ওঠে।
[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাগনানের কাছারিপাড়ায় কলকাতামুখী জাতীয় সড়ক তিন লেন থেকে দুই লেন হয়েছে। সেখানে গতি নিয়ন্ত্রণ না রাখতে পেরে এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ। উল্লেখ্য, দিন তিনেক আগেই উলুবেড়িয়ায় একই ভাবে পথ দুর্ঘটনায় মারা যান এক বাইক আরোহী।