অংশুপ্রতিম পাল, খড়গপুর: গোয়ালঘরে ঢুকে গরুর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ। গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে।
জানা গিয়েছে, মেদিনীপুরের সবংয়ের চকমাধব গ্রামের বাসিন্দা দেবব্রত ঘাটা। তাঁর বয়স ২৮ বছর। পূর্ব মোহাড় এলাকার বাসিন্দা পরীক্ষিত দাসের অভিযোগ, বুধবার তাঁদের গোয়াল ঘরে ঢুকেছিলেন ওই যুবক। একটি গরুর সঙ্গে যৌন সম্পর্কে মাতেন তিনি। মালিকের নজরে পড়ে বিষয়টি। স্বাভাবিকভাবেই চিৎকার-চেঁচামেচি করেন তিনি। ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই অভিযুক্তকে ধরে ফেলে। এর পরই অভিযোগ দায়ের করা হয় সবং থানায়।
অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গবাদিপশু ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই যুবক কীভাবে এমন অমানবিক কাণ্ড ঘটাল, তা ভাবতেই পারছেন না এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। ঘটনার নৃশংতায় শিউরে উঠছেন মনোবিদরাও। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। রাজ্যে এধরনের অভিযোগ আগেও উঠেছে। অভিযুক্ত কঠোরতম শাস্তি পেয়েছে। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি।