shono
Advertisement

স্ত্রীর কাটা মুন্ডু হাতে গোটা গ্রাম ঘুরল যুবক, প্রেমদিবসে পটাশপুরে হাড়হিম হত্যাকাণ্ড

ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেই দাবি পরিচিতদের।
Posted: 03:59 PM Feb 14, 2024Updated: 06:35 PM Feb 14, 2024

রঞ্জন মহাপাত্র, কাঁথি: প্রেমদিবসে হাড়হিম হত্যাকাণ্ড। স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গোটা গ্রাম ঘুরল যুবক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করেছে সে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

চুয়াল্লিশ বছরের গৌতম গুছাইত পটাশপুরের চিস্তিপুর গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা। বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। তবে স্ত্রীর সঙ্গে বনিবনা হত না। দাম্পত্য অশান্তি লেগেই থাকত তাদের। স্থানীয়দের দাবি, গৌতম মানসিক ভারসাম্যহীন। একবার নাকি আলিপুর চিড়িয়াখানায় সিংহর গলায় মালা পরানোর উপক্রমও করেছিল সে। গৌতমের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও দাবি প্রতিবেশীরা। সে কারণেই স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। তার জেরেই প্রেমদিবসে স্ত্রীকে গৌতম খুন করে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]

অভিযোগ, অশান্তি চলাকালীন কাটারি দিয়ে গলা কেটে সে স্ত্রীকে খুন করে। এর পর স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায়। কখনও মুন্ডু হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। আবার কখনও বেঞ্চে কাটা মুন্ডু রেখে বিশ্রামও নেয় সে। হাতে ধরা রক্তমাখা কাটারি। গ্রামবাসীরা গৌতমকে দেখে আঁতকে ওঠেন। খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দেহ এবং কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। গ্রেপ্তার করা হয় ওই যুবককেও।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও ইউনিক সিরিয়াল নম্বর, প্রশ্ন ফাঁস রুখতে কড়া সংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার