shono
Advertisement

মদের আসরে বচসার জেরে কোপ, অভিযুক্তকে 'গণধোলাই', বাড়িতে আগুন উত্তেজিত জনতার

প্রবল শোরগোল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়।
Published By: Tiyasha SarkarPosted: 01:45 PM Sep 27, 2024Updated: 01:45 PM Sep 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদের আসরে কথা কাটাকাটি থেকে যুবককে ধারালো অস্ত্রের কোপ। অভিযুক্তকে পালটা মার উত্তেজিত জনতার। আগুন ধরিয়ে দেওয়া হল তিনটি বাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়।

Advertisement

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে ভাঙড়ের সফিকুল মোল্লা এবং তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় কোনও বিষয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুজন। ক্রমে তা বিরাট আকার নেয়। তারাপদ আচমকা ধারালো অস্ত্র দিয়ে সফিকুলের ঘাড়ে কোপ দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সফিকুল। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। তারাই তারাপদকে ধরে ফেলে। বেধড়ক মারধর করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদিকে রাগে তারাপদ ও তাঁর আত্মীয়র বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। খবর পেয়ে ফের ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মদের আসরে কথা কাটাকাটি থেকে ধারালো অস্ত্রের কোপ।
  • অভিযুক্তকে পালটা মার উত্তেজিত জনতার। আগুন ধরিয়ে দেওয়া হল তিনটি বাড়িতে।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়।
Advertisement