শান্তনু কর, জলপাইগুড়ি: গরু চোর সন্দেহে বাংলাদেশি (Bangladesh) যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলায়। বুধবার ভোটে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। মারধরে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের কুকুরযানের বড়ুয়াপাড়া একেবারেই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে সেখানকার বাসিন্দাদের বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন বাংলাদেশী। তাদের মধ্যেই ছিল সালাম মহম্মদ। কিন্তু কোনওভাবে বিষয়টা টের পেয়ে যান স্থানীয়রা। তাঁরা বেরতেই চম্পট দেয় ৪ জন। সালাম মহম্মদ গা ঢাকা দেয় চা বাগানে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে স্থানীয়রা ধরে ফেলেন সালামকে। চলে বেধড়ক মারধর। অসুস্থ হয়ে পড়ে সালাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ। তবে ততক্ষণে মারধরের জেরে মৃত্যু হয়েছে যুবকের।
[আরও পড়ুন: পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান, রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টে দায়ের মামলা]
ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সত্যিই ওই যুবক সীমান্ত পেরিয়ে এসেছিলেন কি না, গরু চুরিই উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “পিটিয়ে খুনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিককে। জানা যাচ্ছে, মৃত যুবক বাংলাদেশী। বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।”
প্রসঙ্গত, গরু চুরি নিয়ে তোলপাড় গোটা বাংলা। গ্রেপ্তার হয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এরই মাঝে গতকাল ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশের পথে ডাক পার্সেল থেকে মিলেছে প্রচুর গরু। পুরুলিয়ায় দুধের কন্টেনারে পাওয়া গিয়েছে ২২ টি গরু। তারই মাঝে এই ঘটনা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ।