shono
Advertisement

তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমে গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু যুবকের, চিকিৎসাধীন ১

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Posted: 07:16 PM Mar 05, 2023Updated: 07:16 PM Mar 05, 2023

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার (Howrah) আন্দুলের মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাশে তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল খালাসির। গুরুতর আহত অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে ভরতি ট্যাঙ্কারের চালক। রবিবার মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কোনওরকম সুরক্ষা ছাড়াই পরিষ্কার করার জন্য ট্যাঙ্কারটিতে ঢোকেন সুমিত সাউ ও ট্যাঙ্কারের চালক বুবাই সাউ (৩২)। সেই সময় গ্যাসে দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন দুজনই। পরবর্তীতে মৃত্যু হয় সুমিতের। হাসপাতালে চিকিৎসাধীন বুবাই। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, পেট্রল বা ডিজেলের ট্যাঙ্কারে তেল ঠিক রাখার জন্য এক ধরনের গ্যাস ভিতর রাখা হয়। ট্যাঙ্কার পরিষ্কার করার সময় ভালভের ভিতর থেকে ওই গ্যাস বার করে দিয়ে তারপর প্রবেশ করতে হয়। কিন্তু এদিন মৃত যুবক তা করেননি। ফলে বিষাক্ত গ্যাসে দম আটকে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে।

[আরও পড়ুন: দোলের আগে চা বাগান শ্রমিকদের জন্য অভিনব উপহার, বসল ‘বিনে পয়সার বাজার’]

এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ (১) মাজিদ খান বললেন, ‘‘এই মৃত্যুর কারণ হিসেবে গাফিলতি নিয়ে কেউ কোনও অভিযোগ দায়ের করলে নিশ্চয় তার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মৃত যুবকের এক বন্ধু সৈকত নস্কর আবার বললেন, ‘‘প্রথমে ট্যাঙ্কের ভিতরে পরিষ্কার করতে ঢুকেছিলেন চালক বুবাই। ভিতরে বুবাই অসুস্থ হয়ে পড়ছে দেখে বুবাইকে বাইরে বার করতে গিয়ে ট্যাঙ্কের ভিতরে ঢোকেন সুমিত। বুবাই কোনওরকমে বাইরে বেরিয়ে এলেও সুমিতের বিষাক্ত গ্যাসে দম আটকে যায়। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’’ সৈকতের এই বক্তব্যও খতিয়ে দেখছে পুলিশ। 

[আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার শিকার! ছাত্রীর পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবারের SDPO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement