shono
Advertisement

স্ত্রীকে মিথ্যে বলে দিঘার হোটেলে প্রেমিকার সঙ্গে রাত কাটানোর ছক, এ কী হল যুবকের?

শোনা যাচ্ছে, বহুদিন আগেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক।
Posted: 09:41 AM Apr 19, 2022Updated: 09:52 AM Apr 19, 2022

রঞ্জন মহাপাত্র, কাঁথি: স্ত্রীকে মিথ্যে বলে প্রেমিকাকে নিয়ে দিঘা বেড়াতে যাওয়াই কাল। রহস্যজনকভাবে মৃত্যু হল যুবকের। ইতিমধ্যেই ব্যবসায়ীর প্রেমিকাকে আটক করেছে পুলিশ। শুরু হয়ছে তদন্ত। কীভাবে মৃত্যু হল ওই যুবকের, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম রাম উপাধ্যায়। হুগলির ডানকুনি থানার গোকুলধাম দিল্লি রোডের বাসিন্দা তিনি। বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। রবিবার প্রেমিকা মালা ঘোষকে নিয়ে দিঘা যান তিনি। স্বামী-স্ত্রীর পরিচয়ে নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে উঠেছিলেন তাঁরা। রবিবার সন্ধেয় ঘুরতেও বেরিয়েছিলেন। রাতে রুমে ফিরে আসেন। খাওয়া দাওয়া করেন, চলে দেদার মদ্যপান। মালার দাবি, এরপর দু’জনের মধ্যে ঝামেলা হয়। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে বসে ছিলেন মালা। তিনি পরে ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে রাম। মালার দাবি, তিনি ভেবেছিলেন প্রেমিক মজা করছে। সেই কারণে রামের গলার ফাঁস খুলে তাঁকে বিছানায় শুইয়ে দেন। সোমবার সকালে তিনি বুঝতে পারেন, রামের কোনও সাড়াশব্দ নেই। এরপরই হোটেলে জানান তিনি। খবর দেওয়া হয় পুলিশে। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

[আরও পড়ুন: নৈহাটিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বাঁশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ! অভিযুক্ত এলাকারই যুবক]

সূত্রের খবর, বারাসতের বাসিন্দা মালা। দীর্ঘদিন ধরেই রামের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন তিনি। এদিকে রাম যে প্রেমিকার সঙ্গে ঘুরতে যাচ্ছেন তা ঘুনাক্ষরেও জানতে পারেননি তাঁর স্ত্রী। কাজে দূরে যাচ্ছেন জানিয়ে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। রবিবারই তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। রাত হয়ে গেলেও না ফেরায় স্ত্রী ফোন করেন। সেই সময় রাম জানিয়েছিল গাড়ি খারাপ হয়ে গিয়েছে, ফিরতে দেরি হবে। সোমবার সকালেও স্বামী না ফেরায় ফের ফোন করে, তখন ফোন ধরেন মালা। জানান রামের মৃত্যুর বিষয়টি।

এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে। ঠিক কী এমন ঝামেলা হয়েছিল, মালাদেবীর দাবি অনুয়ায়ী যার জেরে গলায় ফাঁস দিলেন রাম? গলায় ফাঁস দেওয়া অবস্থা থেকে বিছানায় নামালেন অথচ কিছুই বুঝতে পারলেন না মালা? নাকি ঘটনার পিছনে অন্য রহস্য তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও মালাদেবীর দাবি, দুজনই মদ্যপ থাকায় বুঝতে পারেননি কিছু।

[আরও পড়ুন: বাংলার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাশিয়া, মস্কোয় মিলবে গবেষণার সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার