shono
Advertisement

বন্ধুর স্ত্রীর সঙ্গে সখ্য! আচমকা উধাও খড়দহের যুবক, খুন ও দেহ লোপাটের অভিযোগ পরিবারের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Posted: 05:19 PM Dec 10, 2021Updated: 05:26 PM Dec 10, 2021

অর্ণব দাস, বারাসত: ৯ দিন ধরে নিখোঁজ যুবক। তার জন্য বন্ধুদের বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়দহে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। শুরু হয়েছে তদন্ত।  

Advertisement

জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল ঝা। উত্তর ২৪ পরগনার খড়দহ (Khardah) থানা এলাকার জয়প্রকাশ কলোনির বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ১ ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে বের হন রাহুল। পরিচয়পত্র সঙ্গে নিয়ে যান তিনি। বাড়িতে জানিয়েছিলেন পুরসভায় যাবেন। এরপর আর হদিশ মেলেনি রাহুলের। বিভিন্ন জায়গায় খুঁজেও লাভ হয়নি। পরের দিন খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে রাহুলের বন্ধুরা। সেই মতো তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করে ২ যুবককে। কিন্তু নিখোঁজ হওয়ার পর ৯ দিন পেরিয়ে গেলেও হদিশ মেলেনি রাহুলের।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

[আরও পড়ুন: সৌজন্যের নজির! দুর্ঘটনায় জখম সায়ন্তিকাকে দেখতে ফুল হাতে সার্কিট হাউসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক]

কিন্তু রাহুলকে অপহরণ ও খুনের অভিযোগ কেন উঠল বন্ধুদের বিরুদ্ধে? রাহুলের দাদার বক্তব্য অনুযায়ী, এক বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রায়ই কথা বলতেন রাহুল। তা জেনে গিয়েছিল বন্ধু। তা নিয়ে সামান্য অশান্তিও হয়েছিল। জানা গিয়েছে, কয়েকদিন আগেই রাহুলের কাছ থেকে তাঁর ফোনটি নিয়েছিল ওই বন্ধু। রাহুল নিখোঁজ হওয়ার পর ওই যুবক বাড়িতে এসে ফোনটি ফেরত দিয়ে যায়। রাহুলের দাদার দাবি, সেই ফোনেই মিলেছে চাঞ্চল্যকর তথ্য। যার সূত্র ধরেই তাঁরা দাবি করেছেন যে, রাহুলকে খুনের নেপথ্যে রয়েছে তাঁরই দুই বন্ধু। মৃতের পরিবারের দাবি, খুন করার পর রাহুলের দেহ টুকরো করে ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায়।

[আরও পড়ুন: ‘কপ্টার ভাঙার খবরেই বুঝেছিলাম সব শেষ’, বলছেন কুন্নুর দুর্ঘটনায় নিহত বাংলার জওয়ানের স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার