shono
Advertisement

জাল নোট পাচার করে জেলে! মুক্তির পর ফের জাল নোট-সহ গ্রেপ্তার যুবক!

উদ্ধার হয়েছে দেড় লক্ষ টাকার জাল নোট।
Posted: 04:55 PM Jan 08, 2023Updated: 04:55 PM Jan 08, 2023

অর্ণব আইচ: জাল টাকা পাচারের অভিযোগে জেল খাটতে হয়েছিল। সাজা শেষে মুক্ত হয়ে ফের একই কাজ। আবারও একই অভিযোগে এসটিএফের (STF) জালে অভিযুক্ত। শনিবার তপসিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল এসটিএফ। উদ্ধার করা হয়েছে দেড় লক্ষ টাকার জাল নোট।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম রাকিমুল শেখ। বয়স ৩০ বছর। মালদহের (Malda) কালিয়াচকের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার দুপুরে তপসিয়ায় তল্লাশি চালায় এসটিএফ। সেখানেই দেড় লক্ষ টাকার জাল নোট-সহ রাকিমুলকে গ্রেপ্তার করে এসটিএফ। উদ্ধার হওয়া নোট গুলি সবই পাঁচশো টাকার বলে খবর।

[আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল কলেজ ছাত্র, জোরদার তল্লাশি বাগবাজার এলাকায়]

জানা গিয়েছে, এর আগেও রাকিমুলের বিরুদ্ধে জাল নোট পাচারের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, শাস্তির মুখেও পড়তে হয়েছিল। জেল মুক্তির পর ফের একই কাজের অভিযোগে গ্রেপ্তার করা হল রাকিমুলকে। তদন্তকারীরা জানিয়েছে, রাকিমুল ছাড়া আর কে বা কারা জড়িত এই চক্রের সঙ্গে তা খতিয়ে দেখা হবে।

[আরও পড়ুন: তদন্ত শুরুর ৭২ দিনের মাথায় মোমিনপুর কাণ্ডে চার্জশিট পেশ NIA’র, তালিকায় নাম ১৬ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement