shono
Advertisement
Malda

সম্পর্কে ইতি টেনে অন্যত্র বিয়ে প্রেমিকার, রাগে এ কী করলেন প্রেমিক!

ঘটনাস্থল মালদহ।
Published By: Tiyasha SarkarPosted: 10:59 AM Dec 25, 2024Updated: 10:59 AM Dec 25, 2024

বাবুল হক, মালদহ: সম্পর্কে ইতি টেনে অন্যত্র বিয়ে করেছেন প্রেমিকা। ক্ষোভে আগ্নেয়াস্ত্র নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের উপর রীতিমতো তাণ্ডব প্রেমিকের। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তরুণীর আত্মীয়। পুলিশের জালে গুণধর। ঘটনাস্থল পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ড।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম অজিত হালদার। মালদহের পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। এলাকারই এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কয়েকমাস আগে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বিচ্ছেদের পর অন্য যুবককে বিয়ে করেন তরুণী। তাতেই ক্ষেপে যান অজিত। এরপর থেকেই নানারকম প্ল্যান করতে শুরু করেন তিনি। দিনকয়েক আগে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা চড়াও হন প্রাক্তন প্রেমিকার বাবা ও জামাইবাবুর উপর। সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা তাঁকে ধরে ফেলে। গ্রেপ্তার করা হয় অজিতকে।

এদিকে সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিযোগকারী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবক এক আত্মীয়কে উত্যক্ত করছিল। দিনভর বিভিন্নরকম মেসেজ করত। তাতে কাজ না হওয়ায় এই হামলা। কিন্তু আগ্নেয়াস্ত্র কোথায় পেল? ধৃতের দাবি, অস্ত্রটি কুড়িয়ে পেয়েছিল সে। সেটা নিয়েই ভয় দেখানোর প্ল্যান করেছিল সে। পুলিশের তরফে জানানো হয়েছে, এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্পর্কে ইতি টেনে অন্যত্র বিয়ে করেছেন প্রেমিকা।
  • ক্ষোভে আগ্নেয়াস্ত্র নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের উপর রীতিমতো তাণ্ডব প্রেমিকের।
  • বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় তরুণীর আত্মীয়। পুলিশের জালে গুণধর।
Advertisement