shono
Advertisement

বিচ্ছেদ হতেই বিবাহিত প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস! পুলিশের জালে ‘গুণধর’

স্বামীর সূত্র ধরেই প্রেমিকের সঙ্গে পরিচয় বধূর।
Posted: 07:06 PM Apr 13, 2023Updated: 07:10 PM Apr 13, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রেমের সম্পর্কে ভাঙন ধরতেই সোশ্যাল মিডিয়ায় গোপন মুহূর্তের ছবি ফাঁস! লাগাতার প্রেমিকাকে হুমকি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ বধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজকুমার মিদ্যা৷ বাড়ি সাঁকরাইল থানার নেপালি পাড়া এলাকায়। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এদিকে তাঁর প্রেমিকা গোবরডাঙার বাসিন্দা। স্বামীর সঙ্গে সেখানেই থাকতেন তিনি। বছর ৬ আগে স্বামীর সূত্র ধরেই রাজকুমারের সঙ্গে পরিচয় ওই বধূর। পরবর্তীতে কথা-বার্তা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এদিকে প্রেমের কারণে ভাঙতে বসে বধূর সংসার। বনগাঁর শিমুলতলায় দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন বধূ। পরিকল্পনা ছিল প্রেমিককে বিয়ে করে সংসার পাতবেন।

[আরও পড়ুন: উপনির্বাচনে হারের পরই সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! ধরনায় অধীর, গরহাজির বায়রনই]

কিন্তু সম্পর্কের মিষ্টতা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন পেরতে না পেরতেই তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয় বিভিন্ন রকম। পুলিশ জানিয়েছে, ধৃত রাজকুমার তাঁর বাড়ির সঠিক ঠিকানা প্রেমিকাকে জানায়নি কখনও৷ সম্পর্কে বিচ্ছেদ হতেই প্রেমিকার মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দিয়েছিল সে। তার কাছে ফিরে না গেলে মোবাইলে থাকা বিভিন্ন নগ্ন ছবি ভাইরাল করার হুমকিও দিয়েছিল। মহিলার ফেসবুকের পাসওয়ার্ড জানত সে৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সে। এরপরই ওই গৃহবধূ বনগাঁ সাইবার টাইম থানার দারস্থ হন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নামলে অভিযুক্ত গা ঢাকা দেয়। সাঁকরাইল থানা এলাকায় অভিযুক্তর বাড়ি তা জানতে পারে পুলিশ। অভিযুক্ত বাড়িতে আসতেই বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে।

[আরও পড়ুন: ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে মতবিরোধ, SDPO-কে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার