shono
Advertisement

Breaking News

পিন বা পাসওয়ার্ড নয়, অনলাইন লেনদেন হবে আধার নম্বরেই

নয়া লেনদেন হবে আরও নিরাপদ, দ্রুত... The post পিন বা পাসওয়ার্ড নয়, অনলাইন লেনদেন হবে আধার নম্বরেই appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Dec 02, 2016Updated: 11:36 AM Dec 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ‘ক্যাশলেস ইকোনমি’কে আরও এক কদম এগিয়ে নিয়ে যাবে আধার কার্ড৷ ভবিষ্যতে আধার কার্ডের নম্বর যে কোনও লেনদেনের ক্ষেত্রে পিন বা পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করতে হবে৷

Advertisement

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এমন একটি অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে লেনদেন করতে পারবেন দোকানদার, ব্যবসায়ী-সহ প্রতিটি সাধারণ মানুষ৷ নীতি আয়োগের মস্তিষ্কপ্রসূত এই ব্যবস্থাকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর৷

ইউআইডিএআই-এর সিইও এ বি পান্ডে বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নয়া অ্যাপের সাহায্যে যে কোনও দু’জন ব্যক্তি, যাঁদের আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা রয়েছে, নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন৷ তিনি আরও বলেছেন, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য আধার-সম্বলিত এই ব্যবস্থা ফেয়ার প্রাইস শপে চালু হয়েছে৷ আধার-সম্বলিত এই নয়া ব্যবস্থায় কোনও পিন বা পাসওয়ার্ডের প্রয়োজন নেই৷ নম্বর মনে রাখার ঝামেলাও নেই৷ গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আধার কার্ড তৈরির আবেদনে হিড়িক পড়ে গিয়েছে বলেও জানান তিনি৷

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি মোবাইল উৎপাদন সংস্থার সঙ্গে কথা বলেছে৷ সরকার চায়, নতুন মোবাইলে ইনবিল্ট ওই অ্যাপ থাকুক৷ নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত সচিবদের কমিটির নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি জানিয়েছেন, নগদে লেনদেনের পুরনো অভ্যাস ত্যাগ করে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে৷

The post পিন বা পাসওয়ার্ড নয়, অনলাইন লেনদেন হবে আধার নম্বরেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement