সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগো বিপর্যয় সত্যিই উদ্বেগজনক। এ কথা মানলেও, জনস্বার্থ মামলা শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মামলাকারীকে বলল দিল্লি হাই কোর্টে যেতে।
বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে দিল্লি হাই কোর্টে আগে থেকেই একটি মামলা চলছে। ফলে সুপ্রিম কোর্টে আলাদা মামলার প্রয়োজন নেই বলেই মনে করছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। তবে শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি হাই কোর্ট মামলাকারীর কথা না শুনলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন।
সম্প্রতি শয়ে শয়ে ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বহু যাত্রীই ভোগান্তির শিকার হয়েছেন। সে কথাও মেনে নিয়েছে শীর্ষ আদালত। গোটা পরিস্থিতিকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। প্রধান বিচারপতি কান্ত বলেন, "সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু হাই কোর্ট মামলাটি দেখছে। সেটি একটি সাংবিধানিক আদালত। সেখানে যদি আপনার অভিযোগ না শোনা হয়, তা হলে আপনি এখানে (সুপ্রিম কোর্টে) আসতে পারেন।"
প্রসঙ্গত, দিল্লি হাই কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, গত বুধবার সেই মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্র। আদালত প্রশ্ন তুলেছিল, ‘‘যদিও কোনও সঙ্কট দেখা দেয়, তা হলে অন্য বিমানসংস্থাগুলিকে কী ভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে? কী ভাবে বিমানভাড়া ৩৫-৪০ হাজার পর্যন্ত বাড়তে পারে? কী এমন ঘটতে পারে?’’
