shono
Advertisement

পুনরায় চালু ‘বাতিল’ আধার কার্ড! বিতর্কের জের?

গত এক সপ্তাহ ধরে চর্চায় আধার কার্ড। আচমকাই বাংলার বিভিন্ন প্রান্তের বহু মানুষের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বাড়িতে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে অভিযোগ জানাতেই নতুন করে চালু হল অনেকের আধার কার্ড।
Posted: 09:56 AM Feb 21, 2024Updated: 04:43 PM Feb 21, 2024

সম্যক খান, মেদিনীপুর: গত এক সপ্তাহ ধরে চর্চায় আধার কার্ড(Aadhaar Card)। আচমকাই বাংলার বিভিন্ন প্রান্তের বহু মানুষের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বাড়িতে। সংশ্লিষ্ট ওয়েব সাইটে অভিযোগ জানাতেই নতুন করে চালু হল অনেকের আধার কার্ড। লাগাতার বিতর্কের জেরেই কি পুনরায় চালু হচ্ছে আধার? উঠছে প্রশ্ন। 

Advertisement

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খয়েরুল্লার বাসিন্দা সোহাগ দাস। সম্প্রতি তাঁর কাছে আধার বাতিলের চিঠি যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরবর্তীতে আধারের ওয়েবসাইট UIDAI-তে অভিযোগ জানান তিনি। সূত্রের খবর, সোমবার গভীর রাতে তাঁর আধার কার্ড পুনরায় চালু হয়ে গিয়েছে। এই সংক্রান্ত মেসেজ পেয়েছেন তিনি। তবে তিনি একা নন, এরকম আরও অনেকেরই আধার কার্ড পুনরায় চালু হয়েছে বলেছে খবর। যেমন পুর্ব বর্ধমানের জামালপুরেরই অনেকের আধার চালু হয়েছে। কেউ রেশন তুলতে গিয়ে জানতে পেরেছেন, কেউ আবার অনলাইনে চেক করে। তবে অনেকের কাছে আবার মেসেজ গিয়েছে।

[আরও পড়ুন: নাভালনির মৃত্যু নিয়ে মুখ খুললেন ট্রাম্প, তবে পুতিনের বদলে দুষলেন বাইডেনকে, কেন?]

প্রসঙ্গত, একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র। যা নিয়ে তুমুল শোরগোল রাজ্যজুড়ে। দুশ্চিন্তায় ঘুম উড়িয়েছে বাসিন্দাদের। এই পরিস্থিতিতে আধারের বিকল্প কার্ডের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, রাজ্যের তরফে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে, তাঁরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন বলে খবর। নির্দিষ্ট সময়ে বিকল্প কার্ড পৌঁছে যাবে আবেদনকারীর ঠিকানায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিকল্প কার্ড আধারের মতোই কাজ করবে।

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার