সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মন্তব্যের দঙ্গলে ফের নেমে পড়েছেন আমির খান৷ এবার তিনি মন্তব্য করলেন বেঙ্গালুরু গণ শ্লীলতাহানির ঘটনা নিয়ে৷ এক অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের উত্তরে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলেন, বেঙ্গালুরুর ঘটনা দুঃখজনক৷ এমন ঘটনা আমাদের দেশে ঘটায় আমরা লজ্জিত ও আহত৷
আমির মনে করেন, প্রত্যেক রাজ্যের দায়িত্ববান মানুষের এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত৷ আর এই প্রতিবাদ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া উচিত৷ এই সমস্যার কোনও নির্দিষ্ট সমাধান নেই৷ তাঁর মতে মহিলাদের উপর যে কোনও অত্যাচারের বিরুদ্ধে কড়া নিয়ম হওয়া উচিত৷ দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত৷ এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গও তুলে আনেন আমির৷ তিনি বলেন, আমেরিকায় এই ধরনের অপরাধ হলে ২ থেকে ৩ মাসের মধ্যে দোষীকে ধরে কড়া শাস্তি দেওয়া হয়৷ এখানেও সেই রকম নিয়ম হলে তবেই পরিবর্তন আসবে৷
বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর শহরের বিখ্যাত এমজি রোড ও ব্রিগেড রোডে অসংখ্য মহিলার শ্লীলতাহানি হয়৷ প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন থাকা সত্বেও মহিলাদের নিগ্রহ সহ্য করতে হয়৷ শহরের এক দৈনিকে এই খবর প্রকাশিত হওয়ার পরই চাঞ্চল্য ছড়ায়৷
The post বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনায় লজ্জিত আমির appeared first on Sangbad Pratidin.