সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন মিস্টার পারফেকশনিস্ট। আমির-গৌরীর প্রেম বর্তমানে ‘টক অফ দ্য টাউন’। সদ্য নিজের জন্মদিনের পার্টিতে লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে শতহস্ত দূরে থাকা লাস্যময়ী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে বর্তমানে বলিমহলেও চর্চার অন্ত নেই। বিশেষ করে নামের জেরেই বর্তমানে চর্চার শিরোনামে বেঙ্গালুরুর পাঁচতারা স্যাঁলোর মালকিন। এক সন্তানের মা তিনি। মিস্টার পারফেকশনিস্ট নিজেই জানিয়েছেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সহবাসের কথা। আমিরের (Aamir Khan) প্রেমের খবরে যখন সরগরম বলিপাড়া, ইতি-উতি চর্চা জারি, তখন সেই আবহেই 'বাপের বাড়ি' থেকে চোখে জল নিয়ে বেরতে দেখা গেল ইরা খানকে (Ira Khan)।

সোমবার পালি হিলসের বাড়ি গিয়েছিলেন আমিরকন্যা। গতবছরই ফিটনেস কোচ নুপূর শিখারের সঙ্গে সংসার পেতেছেন। অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের জন্য কৌশোর থেকেই মানসিক অবসাদে ভুগতেন ইরা। সেকথা নিজেই জানিয়েছিলেন তিনি। এবার কি ষাট বছর বয়সি বাবার প্রেম কিংবা তৃতীয়বার বিয়ে করার গুঞ্জন মেনে নিতে পারলেন না তিনি? আবেগপ্রবণ ইরা খানের ভাইরাল ভিডিও দেখেই প্রশ্ন তুলেছে নেটপাড়া। সেই ভিডিওতেই দেখা গেল, গাড়িতে ওঠার আগে বাবা আমির খানকে জড়িয়ে ধরেন ইরা। তাঁদের মধ্যে কথোপকথনও হয়। এরপরই মেয়েকে সযত্নে গাড়িতে তুলে দিতে দেখা যায় 'মিস্টার পারফেকশনিস্ট'কে। তবে গাড়িতে বসে চোখের জল আর বাধ মানেনি ইরা খানের। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। যা কিনা আপাতত চর্চার শিরোনামে।
নেটপাড়ার একাংশ আবার 'বাপ-বেটি'র এহেন আবেগপ্রবণ মুহূর্ত ক্যামেরাবন্দি করায় তুলোধনা করছে ফটোশিকারিদের। কারও দাবি, 'আরে ওদের একটু একা ছেড়ে দিন।' কেউ বলছেন, 'ব্যক্তিগত কোনও সমস্যার জেরেই হয়তো ইরা কাঁদছেন। কেন ভিডিও করেন এসব?' আবার একাংশের ধারণা, 'ইরা, নুপূরের সংসারে হয়তো অশান্তির সৃষ্টি হয়েছে।' কারও মন্তব্য, 'আমিরের নতুন প্রেম নিয়েই হয়তো শ্বশুরবাড়িতে ঝামেলা বেঁধেছে!' ভাইরাল ভিডিও ঘিরে নানা মুনির নানা মত!
মার্চের ১৩ তারিখ মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেখানেই ফটোশিকারিদের মুকোমুখি হয়ে ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা শুনে লাজে রাঙা হয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে আমিরের পরিবারের সকলে, এমনকী প্রাক্তন দুই স্ত্রীও গৌরীকে মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে।