shono
Advertisement

‘মাল্টিভার্স’ নিয়ে কামব্যাক আমিরের! ‘তারে জমিন পর’-এর দর্শিল ফাঁস করলেন ছবি

আগামী তিন দিনে বড়সড় কিছু হতে চলেছে?
Posted: 09:08 AM Mar 06, 2024Updated: 09:14 AM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। এমনই খবর শোনা গিয়েছিল। সেই জল্পনায় ঘৃতাহুতি দিলেন ‘তারে জমিন পর’ সিনেমার ঈশান অবস্থি ওরফে দর্শিল সাফারি। নতুন লুকে আমিরের দুটি ছবি পোস্ট করলেন তিনি। সেই সঙ্গে দিলেন মিস্টার পারফেকশনিস্টের ‘মাল্টিভার্স’-এর ইঙ্গিত।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম

‘লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবি আমির খানের কাছে ছিল বড় ধাক্কা। তার জেরেই অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। ত্যাগ করেন সোশাল মিডিয়া। সেই সময় আমির বলেছিলেন, “আপাতত, কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাই। এই সময়টা কোনও কাজ নয়। বরং পরিবারের সঙ্গে সময় কাটাব। নিজের সঙ্গে সময় কাটাব। প্রয়োজনে ছবি প্রযোজনা করব, কিন্তু অভিনয় নয়।”

[আরও পড়ুন: লতার নাম নিয়ে আম্বানিদের অনুষ্ঠানে যাওয়া সেলেবদের কটাক্ষ কঙ্গনার! কী লিখলেন?]

কিন্তু সিনেমা থেকে আমিরকে দূরে রাখা ‘মুশকিলই নেহি নামুমকিন হ্যায়’। খোদ আমিরের পক্ষেও এই কাজটি করা সম্ভব নয়। তাইতো ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন সুপারস্টার। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। এই ছবি দেখে সমালোচকরারও আমিরের প্রশংসা পঞ্চমুখ হয়েছিলেন। তখন থেকেই আমির পরিকল্পনা করেছিলেন ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন। পরিকল্পনা এতদিনে বাস্তবায়িত হতে চলেছে।

 

এর আগে আমির জানিয়েছিলেন আগামী বড়দিনে ‘সিতারে জমিন পর’-এর মুক্তির চেষ্টা করা হচ্ছে। এই ছবি কি তারই আগাম ঝলক? নাকি কোনও বিজ্ঞাপনের অংশ? তা বোঝা যায়নি। ক্যাপশনে দর্শিল শুধু লিখেছেন, “এটা আমির খানের মাল্টিভার্স। আমরা শুধু এখানে থাকি। আর মাত্র তিন দিন।”

[আরও পড়ুন: বিয়ের পর রিসেপশন, বিশেষ উপহারের পরিকল্পনা কাঞ্চন-শ্রীময়ীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement