shono
Advertisement
Siliguri

শিলিগুড়িতে একবেলা জল, পরিমাণও কম! পুরবোর্ডকে কাঠগড়ায় তুলল বাম-কংগ্রেস

পরিস্থিতি সামাল দিতে ২৫টি পানীয় জলের ট্যাঙ্ক শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো শুরু করেছে পুরনিগম।
Published By: Subhankar PatraPosted: 12:06 PM Dec 27, 2024Updated: 12:06 PM Dec 27, 2024

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: জল সমস্যা নিয়ে শহরে শিলিগুড়ি শহরে শুরু রাজনৈতিক তরজা। বিজেপি থেকে বাম একসুরে জলকষ্টের জন্য মেয়র গৌতম দেব-সহ পুরবোর্ডকেই কাঠগড়ায় তুলল। যদিও সেই অভিযোগ মানতে নারাজ মেয়র। বৃহস্পতিবার থেকে শহরে একবেলা করে জল দিচ্ছে পুরনিগম। এ নিয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "মানুষের রায়কে অশ্রদ্ধা করেছে এই বোর্ড। তারা পানীয় জল নিয়ে চরম ব্যর্থ।" আবার একইভাবে বিধায়ক শংকর ঘোষ বলেন, "ভাওতাবাজির বোর্ড চলছে। জলকষ্টের জন্য দায়ী মেয়র গৌতম দেব।"

Advertisement

ফের শহরে জলের সমস্যা শুরু। একবেলা করে জল দেওয়ার কথা। জল আসলেও বেশ কিছু ওয়ার্ডে সুতোর মত জল পড়েছে পাইপ দিয়ে। তাই পরিস্থিতি সামাল দিতে ২৫টি পানীয় জলের ট্যাঙ্ক শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো শুরু করেছে পুরনিগম। শুধু তাই নয় জলের পাউচ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

তবে ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। জল ভরতে গিয়ে বিপাকে পড়েন আশরফনগরের সুনীতা দেবি। বালতি নিয়ে গেলেও দেখতে পান সুতোর মত জল পড়ছে। তিনি বলেন, "পুরনিগমের জল দিয়েই আমরা সব কাজ করি। এখন কী করব জানা নেই। বারবার জলের সমস্যায় আমরা তিতিবিরক্ত। এর একটা বিহিত করা হোক।"

আগামী ৩০ডিসেম্বর পর্যন্ত ফুলবাড়িতে পলি সরানোর কাজ চলবে। তারপরই শহরে ফের পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানা গিয়েছে। মেয়র গৌতম দেব বামেদের দোষারোপ করে বলেন, "১৯৯৪ সালের প্রকল্প এটা। বামেরা পরবর্তীতে আর এটার উন্নতি করেনি। এখন জনসংখ্যা বেড়েছে তাই আরও বেশি পরিমাণে জল দরকার হচ্ছে। তাই আমাদের নতুন ইনটেক ওয়েল করতে হলো। এছাড়া ৬০০ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের কাজ করা হচ্ছে। যদি বাম আমলে যন্ত্রাংশগুলোর যত্ন নেওয়া হত, তাহলে এই দিন দেখতে হত না।"

অন্যদিকে এবিষয়ে বাম আমলের মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "আমাদের তৈরি প্রকল্পের মাধ্যমেই শহরে জল পরিষেবা চালু রয়েছে। ওরা এসে নানান প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। আমরা একবার জল দিতে না পারায় শারীরিকভাবে হেনস্থা করা হয় আমাকে। এখন নিজেরা দিনের পর দিন জল দিতে পারছে না। এই বোর্ড সম্পূর্ণ ব্যর্থ কাজের ক্ষেত্রে।"

আবার কেন্দ্রের আমরুত প্রকল্পের কথা তুলে পুরবোর্ডকে কাঠগড়ায় তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, "কেন্দ্র আমরুত প্রকল্প নিয়ে এই বোর্ডের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই বোর্ড সাহায্য না নিয়ে ভাওতাবাজি দিয়ে বোর্ড চালাচ্ছে। শহরের বারবার এই পরিস্থিতির জন্য দায়ী মেয়র গৌতম দেব।" জল পরিষেবা একাধিকবার ব্যাহত হওয়ায় এই বোর্ডের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই এখন গোটা বোর্ড মূল জল প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জল সমস্যা নিয়ে শহরে শিলিগুড়ি শহরে শুরু রাজনৈতিক তরজা। বিজেপি থেকে বাম একসুরে জলকষ্টের জন্য মেয়র গৌতম দেব-সহ পুরবোর্ডকেই কাঠগড়ায় তুলল।
  • যদিও সেই অভিযোগ মানতে নারাজ মেয়র। বৃহস্পতিবার থেকে শহরে একবেলা করে জল দিচ্ছে পুরনিগম।
  • এ নিয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "মানুষের রায়কে অশ্রদ্ধা করেছে এই বোর্ড। তারা পানীয় জল নিয়ে চরম ব্যর্থ।"
Advertisement