সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গল-সন্ধেয় রাজধানীতে মিশে গেল রাজনীতি আর ক্রিকেট। আইপিএলের ম্যাচ চলাকালীন গ্যালারিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে সুর চড়ালেন আপ সমর্থকরা। যে ঘটনায় আটক করা হয় বেশ কয়েকজনকে।
মঙ্গলবার দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের আবেদন। আগামী ২০ মে পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে আশা হারাচ্ছেন না তাঁর সমর্থকরা। যে ছবি এবার ধরা পড়ল দিল্লি বনাম রাজস্থানের ম্যাচে। আম আদমি পার্টির তরফে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একদল আপ সমর্থক গ্যালারিতে কেজরির হয়ে স্লোগান দিচ্ছেন। তাঁদের দাবি, "ভোটের মাধ্যমেই দেওয়া হবে জেলের জবাব।"
[আরও পড়ুন: পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে আতঙ্ক! বাজার থেকে কোভিশিল্ড তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা]
কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে সোচ্চার তাঁরা। এর পরই ওই সমর্থকদের আটক করে পুলিশ। পরে অবশ্য ছেড়েও দেওয়া হয় তাঁদের। তবে নেটদুনিয়ায় আপাতত ভাইরাল সেই ভিডিও।
এমনিতেই গতকালের ম্যাচ ঘিরে তুঙ্গে বিতর্ক। সঞ্জু স্যামসন কি আদৌ আউট ছিলেন? নাকি ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল ফিল্ডারের পা? সে নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজস্থানের ইনিংসে আম্পায়ারের একটি ওয়াইড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশেষজ্ঞরা। আর সেই সব বিতর্কের মাঝেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘোরাফেরা করল অরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গ!