shono
Advertisement

OMG! এ দেশে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে পরিত্যক্ত বাড়ি!

গল্প নয় সত্যি!
Posted: 06:34 PM Dec 10, 2018Updated: 06:34 PM Dec 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়া বাড়িতে থাকেন? দিনের পর দিন মোটা অঙ্কের ভাড়া গুণে ক্লান্ত? কিংবা দশ বাই দশ ফুটের ফ্ল্যাটে থাকতে আর ইচ্ছা করছে না? বন্ধুর বড় ঝকঝকে বাড়ি দেখলে মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে? এসব দুঃখ কষ্ট এবার ভুলে যাওয়ার সময় এসেছে। কারণ এবার আপনি পেয়ে যেতে পারেন আস্ত একটি বাড়ি। তাও আবার প্রায় বিনামূল্যে!

Advertisement

[লাল গ্রহ থেকে ভেসে এল সুরেলা ‘শোঁ শোঁ’ শব্দ, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা]

বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু সত্যিই জলের দরে বাড়ি পাওয়া যাচ্ছে। তবে না, গঙ্গার ধারে মনোরম পরিবেশে নয়, এমন আকর্ষণীয় অফার চালু হয়েছে জাপানে। একটি রিপোর্টে জানা গিয়েছে, জাপানে প্রায় ৮০ লক্ষ পরিত্যক্ত বাড়ি সামান্য অর্থের বিনিময়েই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, দিনের পর দিন রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো আমলের বাড়িগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া জাপানের মানুষের মধ্যে অদ্ভুত অন্ধবিশ্বাস কাজ করে। এসব বাড়িতে অনেকেই রোগভোগে বা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। ফলে কোনওভাবেই এসব বাড়ির চড়া দাম পাওয়া যাবে না। সেই কারণেই জাপানের বিভিন্ন শহরে অবস্থিত পরিত্যক্ত বাড়িগুলি কার্যত বিনামূল্যেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়িগুলি নামমাত্র দামে অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা চলছে। পাশাপাশি অনেক বাড়ির বিভিন্ন অংশ ভেঙেও গিয়েছে। সেক্ষেত্রে সরকার এমন কিছু ক্রেতা চাইছে, যারা সেসব বাড়ি মেরামত করতে কিংবা ভেঙে ফেলে সে জায়গায় নতুন কোনও প্রজেক্ট তৈরিতে আগ্রহী।

যতদিন যাচ্ছে ততই জাপানে বাড়ছে বয়স্কদের সংখ্যা। বর্তমানে সে দেশে চারজনের মধ্যে একজনের বয়সই ৬৫ বছর বা তার বেশি। ফলে অবসরের পর তাঁদের মৃত্যু হলে বছরের পর বছর পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকছে সেসব বাড়ি। তাই যাঁরা বাসস্থানের অভাবে সমস্যায় পড়েছেন, সেই সব মানুষদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিতেই এমন অভিনব পন্থা সরকারের। তবে কেন্দ্রের দুশ্চিন্তার বিষয় হল বয়স্কদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা আগামী কয়েক বছরে আরও বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার