শাহাজাদ হোসেন, ফরাক্কা: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্ব্ন্দ্বিতা করতে চলেছে প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়পুত্র (Pranab Mukherjee) অভিজিৎ। দলের তরফে অফিশিয়ালি এবিষয়ে কোনও তথ্য দেয়নি। তবে অন্দরের খবর, প্রার্থী তালিকা চূড়ান্ত।
সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। গত ২৯ ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর জেরে সাগরদিঘি কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে যায়। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করানোর প্রয়োজন পড়ে। গত সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন।
[আরও পড়ুন: লরিচালকের সঙ্গে বচসায় মর্মান্তিক পরিণতি, চিকিৎসককে পিষে পালাল চালক]
এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। টানা তিন বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ফলে সকলের নজর ছিল ওই কেন্দ্রে কাকে প্রার্থী করে শাসকদল। সূত্রের খবর, প্রাক্তন রাষ্ট্রপতিপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের উপর ভরসা করছে দল। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছে তিনি। শোনা যাচ্ছে, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান বাপ্পা। বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে উঠে আসছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক আমিনুল ইসলামের নামও। তিনি আগে একবার কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সুব্রত সাহার বিরুদ্ধে।
তবে উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। ২ তারিখ বিজেপির প্রার্থী নিয়ে বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত হবে কে লড়বেন, জানিয়েছেন উওর মুর্শিদাবাদ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনেও তৃণমূলের হয়ে লড়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তবে বিজয়ীর মুকুট মাথায় ওঠেনি। এদিকে এসবের মাঝে মানিকতলায় ভোট চেয়ে কমিশনে চিঠি পাঠালেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।