shono
Advertisement

‘চায়ে পে চর্চা’য় অভিষেক বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জে জনসংযোগ যাত্রায় গেলেন রাজবংশী বাড়িতে

অভিষেকের প্লেটে ছিল রকমারি স্ন্যাকসও।
Posted: 02:01 PM May 01, 2023Updated: 04:34 PM May 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জনসংযোগ যাত্রা’য় নেমে ‘গ্রামবাংলার মতামত’ নিয়ে আমজনতার মন বুঝতে টানা ২ মাস জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মুহূর্তে তিনি রয়েছেন উত্তর দিনাজপুর জেলায়। সোমবার করণদিঘিতে জনসভার পর তিনি চলে আসেন রায়গঞ্জে (Raiganj)। পথে নেমে জনসংযোগ সারতে গিয়ে ঢুকে পড়েন এক রাজবংশী বাড়িতে। আর সেখানেই ‘চায়ে পে চর্চা’য় হালকা মেজাজে কথাবার্তা শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাটির গ্লাসে মালাই চা, প্লেটে রকমারি স্ন্যাকস সহযোগে বাড়ির বৃদ্ধা থেকে ছোট সদস্য, সকলের কথা শুনলেন মন দিয়ে। 

Advertisement

 

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছতার সঙ্গে দলের প্রার্থী বাছাই। তাই আমজনতার পছন্দমতো প্রার্থী খুঁজতে অভিষেকের এই নয়া কর্মসূচি – তৃণমূলে নবজোয়ার। কোচবিহার থেকে শুরু হওয়া সেই কর্মসূচি আজ এক সপ্তাহ পেরল। ঘুরতে ঘুরতে এখন তিনি উত্তর দিনাজপুরে। 

[আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে নতুন রহস্যময়ী! অয়ন শীল ঘনিষ্ঠ ‘লীলা’র সন্ধান শুরু করল ইডি]

সোমবার, আন্তর্জাতিক শ্রমিক দিবসে (May Day) জাতীয় ছুটি হলেও অভিষেক কোনও ছুটি নেননি। অন্যান্য দিনের মতো এদিন সকালেও তিনি জনসভা করেছেন, সেরেছেন জনসংযোগ। ঢুকে পড়েছে গেরস্থ বাড়িতে। আর অতিথি হিসেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছে পেয়ে আপ্যায়ণে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। মাটির গ্লাসে, থালায় সাজানো অন্তত চার পদ – কাজুবাদাম, কিসমিস, ঝুড়িভাজা, নিমকি।  দাওয়ায় অভিষেককে ঘিরে চেয়ার পেতে বসলেন বাড়ির সদস্যরা। ছিলেন প্রবীণা, ছিল ছোট ছেলেও। সকলের সঙ্গে কথা বলেন অভিষেক। মন দিয়ে শোনেন তাঁদের কথা। 

[আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে নতুন রহস্যময়ী! অয়ন শীল ঘনিষ্ঠ ‘লীলা’র সন্ধান শুরু করল ইডি]

এই-ই প্রথম নয়। এর আগে জলপাইগুড়ির ময়নাগুড়ির (Moynaguri) এক গেরস্থ বাড়িতে ডাল, পোস্ত, বোরোলি মাছ, দই, মিষ্টি সহযোগে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ পাশের জেলায় গিয়ে সারলেন চা-পর্ব। নিতান্ত মঞ্চের ভাষণ কিংবা কর্মসূচি ঘোষণাতেই নয়। প্রকৃত অর্থেই আমজনতার মধ্যে মিশেই নিজের রাজনৈতিক কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে আগ্রহী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার