shono
Advertisement

Durga Puja 2023: ‘আপনাদের মুখে হাসি না ফুটলে…’, দুর্গাপুজোতেও চলবে ধরনা? ইঙ্গিত অভিষেকের

রাজ্যপালের কাছে ব্যাখ্যা পেলে তবেই উঠবে ধরনা, বললেন তিনি।
Posted: 08:51 PM Oct 06, 2023Updated: 05:21 PM Oct 07, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজভবনের সামনে তৃণমূলের ধরনা কতদিন চলবে? শুক্রবার সন্ধ্যায় ধরনামঞ্চ থেকে তারই ইঙ্গিত যেন দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  বললেন, যতদিন না রাজ্যপালের কাছ থেকে নিজের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা পাবেন, ততদিনই চলবে এই প্রতিবাদ। এমনকী প্রয়োজনে পুজোর সময়েও এখানেই দিনরাত থাকবেন। 

Advertisement

ধরনামঞ্চে যোগ দেওয়া ১০০ দিনের বঞ্চিত শ্রমিক, কৃষকদের উদ্দেশে তাঁর সাফ বক্তব্য, ”আমি যতক্ষণ না আমার প্রশ্নের ব্যাখ্যা পাব, ততক্ষণ এই ধরনা চলবে। আমি জানি না, পুজোর আগে যদি ব্যাখ্যা পাই, তাহলে এই ধরনার কোনও অর্থ নেই। আর তা নইলে যতদিন আপনাদের মুখে হাসি ফোটাতে পারব, ততদিন আমরাও হাসব না। আপনাদের আনন্দ দিতে না পারলে আমরাও আনন্দে শামিল হব না। দুর্গাপুজোয় (Durga Puja) আপনারা যদি নতুন জামাকাপড় পরতে না পারেন, আমরাও কেউ নতুন জামাকাপড় পরব না। এই সিদ্ধান্ত নিলাম।” তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, প্রয়োজনে দুর্গাপুজোর সময়েও তৃণমূল (TMC) ধরনা চালিয়ে যাবে।

[আরও পড়ুন: গণধর্ষণের পর চিরে দেওয়া হয় পা, কামদুনি কাণ্ডের নৃশংসতায় আঁতকে ওঠেন সকলে]

১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লির বুকে সদ্যই বড়সড় আন্দোলন করে এসেছে তৃণমূল।  সেখানে তাঁদের সময় দেওয়া সত্ত্বেও দেখা করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তারই প্রতিবাদে এখানে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিরা। কিন্তু রাজ্যপাল আপাতত কলকাতায় নেই। দিল্লি ও উত্তরবঙ্গ সফরে রয়েছেন। যতদিন তিনি ফিরে তৃণমূলের সঙ্গে দেখা না করেন, ততদিন এই ধরনা চলবে বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় দুর্গাপুজো হলেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে থেমে যাবে না। শুক্রবার তাও স্পষ্ট করে দিলেন তিনি।

[আরও পড়ুন: CSC-র চেয়ারম্যানকে গ্রেপ্তারির নির্দেশ! সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চের]

বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবের নেতৃত্বে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বি গেটের সামনে থেকে মিছিল কাছে ধরনামঞ্চে। উপস্থিত ছিলেন হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায়, আইনজীবী সঞ্জয় বর্ধন-সহ তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীরা। বৃহস্পতিবারও হাই কোর্ট থেকে আইনজীবীরা ৩০০ জন মঞ্চে গিয়েছিল। এদিনও ৩০০ জন আইনজীবী ধরনামঞ্চে উপস্থিত হন। কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানান, ”কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আমরা আজ মিছিল করছি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ধরনা করছেন। আমরাও তাঁর পাশে আছি। ওসব ইডি, সিবিআই দেখিয়ে লাভ নেই। আমরা আমাদের প্রাপ্য আদায় করবই।” মিছিলের পর তাঁরা রাজভবনের সামনে তৃণমূলের ধরনামঞ্চেও যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement