অর্ণব দাস, বারাকপুর: তাঁর হাত ধরেই তৃণমূলে ফিরেছিলেন বারাকপুর 'বাহুবলী' অর্জুন সিং (Arjun Singh)। লোকসভা ভোটে সেই অর্জুনই তৃণমূলের বারাকপুর জয়ের পথে কাঁটা। বুধবার পার্থ ভৌমিকের প্রচারে গিয়ে ভাটপাড়ার সেই 'বাহুবলী'কেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অর্জুনের তৃণমূলে-যোগ প্রসঙ্গে এদিন তাঁর দাবি, ঘাসফুল শিবিরে যাওয়ার পর থেকে খাঁচাবন্দি ছিলেন অর্জুন। তাই এলাকায় কোনও সন্ত্রাস হয়নি। তৃণমূল ওকে টিকিট না দেওয়ায় বিজেপিতে ফিরে গিয়েছেন।
এদিন বারাকপুর পুরসভার তালপুকুরের বড়পোল থেকে শুরু করে ওল্ড ক্যালকাটা রোড ধরে ব্যাংক মোড় হয়ে বারাকপুর-বারাসত রোডের জাফরপুর মোড়ে শেষ হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেখান থেকেই বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করেন তিনি। বলেন, "পঞ্চম দফায় বারাকপুর লোকসভায় ভোট। তার আগে সকলকে মনে করাব, ২০১৯ সালে এই অর্জুন সিং জয়ী হওয়ার পরে এলাকায় কীরকম জল্লাদের উল্লাস হয়েছিল। খুন, সন্ত্রাস, ভাঙচুর নানান ঘটনা ঘটেছিল সেই সময়।" এর পরই দলীয় কর্মী-সমর্থক ও আমজনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, "আপনারা বলতে পারেন, কেন অর্জুন সিংকে দলে আনা হল।"
[আরও পড়ুন: ৩৫ থেকে সোজা ২৪, চার দফার নির্বাচনের পর ফের বাংলার টার্গেট কমালেন শাহ]
প্রশ্নের উত্তর নিজেই দেন অভিষেক। বলেন,"২০২২ সালে যখন অর্জুন দলে এসেছিল তার পর থেকে খাঁচাবন্দি ছিল। এলাকায় কোনও সন্ত্রাস হয়নি। তখন হয়তো অনেকে ভেবেছিল, অর্জুন সিংকেই তৃণমূল টিকিট দেবে। কিন্তু তৃণমূল এত বোকা নয়।" তাঁর আরও সংযোজন,"তাই আমরা ওঁকে বর্জন করার পরেই বিজেপি গ্রহণ করেছে। টিকিট দিয়েছে। অর্জুন সিং-ই আবার যখন ভোটে হেরে যাবে তখন বিজেপির জার্সি খুলে ফেলবে।"
অর্জুন সিং তৃণমূলে ফিরতে চাইলে কি তাঁকে ফেরানো হবে? জবাবে অভিষেকের 'গ্যারান্টি', "আমি কথা দিচ্ছি অর্জুন সিং-কে আর তৃণমূলে নেওয়া হবে না।" উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। একুশের বিধানসভায় বিজেপির 'ভরাডুবি'র পর তৃণমূলের ফিরে গিয়েছিলেন। হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার টিকিট না পেয়ে ফের 'পদ্ম'পাতার 'ভ্রমর' হন তিনি। এদিন প্রচারে এসে অর্জুনের এই ঘনঘন শিবির বদলকেই খোঁচা দিলেন অভিষেক।