shono
Advertisement

‘২৪০ আসন পাবে তৃণমূল’, ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

'যত ইডি, সিবিআই, তত আন্দোলন', চোপড়ায় হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Posted: 03:08 PM Apr 30, 2023Updated: 03:09 PM Apr 30, 2023

শংকরকুমার রায়, ইসলামপুর: ধাপে ধাপে আরও বেশি করে জনসমর্থন আদায়। জনগণের কাজ করেই তাঁদের কাছে টানা, ভোটমুখী করে তোলা। বরাবর সেটাই লক্ষ্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC)। আসন্ন কোনও নির্বাচন কিংবা কোনও ইস্যু নয়। দূরের দিকে চোখ রেখেই তৃণমূল নিজের লক্ষ্যমাত্রা ঠিক করে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের তা বুঝিয়ে দিলেন। এই মুহূর্তে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। রবিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তিনি বেঁধে দিলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের টার্গেট। বললেন, ছাব্বিশে ২৪০ টি আসন পাবে তৃণমূল।

Advertisement

রবিবার সকাল থেকে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর চোপড়ায় প্রথম জনসভা করেন। সেখান থেকেই তিনি বলেন, ”তৃণমূলকে হারানো, হঠিয়ে দেওয়া অত সহজ নয়। জনসমর্থন আরও বাড়ছে, বাড়বে। ২০১১ সালে ১৮৪ টি আসন পেয়েছিল তৃণমূল। ২০১৬ সালে ২১১ টি আর ২০২১ সালে ২১৩ আসনে জিতেছে। এবার ছাব্বিশে ২৪০ আসন পাবে তৃণমূল।” তাঁর আরও দাবি, ”ইডি, সিবিআই যত নোটিস পাঠাবে, তত আন্দোলন তীব্রতর হবে। আমাকে অনেকবার নোটিস পাঠিয়েছে, আমি গিয়ে হাজিরাও দিয়েছি। কিন্তু লড়াই থামাইনি। এটাই তৃণমূল কংগ্রেস। মনে রাখবেন, ইডি, সিবিআই দেখিয়ে অন্য যে কোনও দলকে দুর্বল করা যায়, কিন্তু তৃণমূলকে নয়।”

[আরও পড়ুন: ‘জনতা আমার কাছে ঈশ্বর’, ‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগরুদ্ধ মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার