সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাতারাতি হাজিরার নোটিস দিয়েছে সিবিআই। তবে তা সত্ত্বেও নিজাম প্যালেসে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ। পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিলেন তিনি।বর্তমানে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়ায় রয়েছেন অভিষেক। দলীয় কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তৃণমূল সাংসদ। এদিকে, সিবিআই তলব নিয়ে ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তরজা। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে খোঁচা বিরোধীদের।
অভিষেক টুইটে লেখেন, “সিবিআইয়ের নোটিস পেয়েছি। আগামিকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের আগাম নোটিস না দিলেও আমি অবশ্যই হাজিরা দেব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। বাঁকুড়ার যে এলাকায় কর্মসূচি স্থগিত করা হচ্ছে, সেখান থেকেই আগামী ২২ মে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হবে। আরও উদ্যম নিয়ে আমি বাংলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব।”
[আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব CBI-এর, আজই কলকাতা ফিরছেন তৃণমূল সাংসদ]
রাতারাতি অভিষেককে হাজিরার নোটিসকে মোটেও ভাল চোখে দেখছে না তৃণমূল। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। কেন সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের পরেও শুভেন্দু অধিকারীকে কেন এখনও গ্রেপ্তার করা হল না, সেই প্রশ্ন করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সিবিআই তলব নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বলেন, “ফাঁসির মঞ্চের পরিবর্তে হাজিরা দিন অভিষেক।”
দেখুন ভিডিও:
টুইটে শুভেন্দুকে খোঁচা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব, ফাঁসির মঞ্চে চড়ব আবার অব্যাহতি চাইতে কোর্টেও যাব। এক মুখে এতরকম কথা। নির্দোষ হলে জিজ্ঞাসাবাদে সহযোগিতায় এত ভয় কেন? আগেই সহযোগিতা করলে ২৫ লাখের থাপ্পর হজম করে CBI-এর কাছে যেতে হত না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ।” আগামিকাল নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদে কী হয়, সেদিকেই নজর সকলের।