shono
Advertisement

‘হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন’, রানাঘাটের সভায় ফের কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের

ছড়ি ঘুরিয়ে রাজনীতি করলে টিকিট পাওয়া যাবে না, সাফ বার্তা অভিষেকের।
Posted: 04:03 PM Dec 17, 2022Updated: 04:11 PM Dec 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঠিকাদারি করলে তৃণমূল (TMC) করা যাবে না। হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন।’ হলদিয়ার পর রানাঘাটে দাঁড়িয়েও দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, তৃণমূল কংগ্রেস করতে গেলে ছড়ি ঘুরিয়ে সংগঠন করা যাবে না। যোগ্যদের বঞ্চিত করা যাবে না। 

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের যে গুটিকয়েক এলাকায় তৃণমূল খারাপ ফল করেছিল, সেগুলির মধ্যে একটি হল রানাঘাট লোকসভা (Ranaghat Lok Sabha) কেন্দ্র। এর অন্যতম কারণ এই এলাকাটি মতুয়া অধ্যুষিত। এই মতুয়া অধ্যুষিত এলাকায় পঞ্চায়েতে দলের হাল ফেরাতে মরিয়া অভিষেক। এদিন রানাঘাটের সভা থেকে তাই দলীয় কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সাফ কথা, তৃণমূল স্তরে দুর্নীতি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। টিকিট পাওয়ার জন্য কারও লবিবাজি করার দরকার নেই বলেও আশ্বস্ত করেছেন অভিষেক।

[আরও পড়ুন: ‘এটা নেহরুর ভারত নয়’, ‘৬২-র যুদ্ধে হারের প্রসঙ্গ তুলে রাহুলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতার]

পঞ্চায়েত স্তরে দুর্নীতির একটা বড় মাধ্যম ঠিকাদারি। দলীয় কর্মীদের সেই ঠিকাদারি নিয়েই এবার সতর্ক করে দিলেন অভিষেক। রানাঘাটের সভায় তিনি বলেন,”বেইমানি করলে কাউকে ছেড়ে কথা বলব না। ছড়ি ঘুরিয়ে রাজনীতি করলে পঞ্চায়েতে প্রার্থী হওয়া যাবে না। পঞ্চায়েত স্তরে প্রার্থী হতে হলে মানুষের কাজ করতে হবে। এলাকায় জনপ্রিয়তা থাকতে হবে।” অভিষেকের সাফ কথা, “ঠিকাদারি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। অনেকে আছেন স্ত্রীকে প্রার্থী করে নিজে ঠিকাদারি করেন। নাহয় নিজে প্রার্থী হয়ে স্ত্রীর নামে ঠিকাদারি করেন। সেসব চলবে না।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বলে দিচ্ছেন, দুর্নীতিহীন, স্বচ্ছ্ব ভাবমূর্তি ছাড়া কাউকে টিকিট দেওয়া হবে না।

[আরও পড়ুন: পাকিস্তানের সেনাচৌকিতে গোলাবর্ষণ তালিবানের, তীব্র প্রতিবাদ ইসলামাবাদের]

পঞ্চায়েত (Panchayat Election) স্তরে দুর্নীতি যে হয়েছে, অভিষেক সেটা একপ্রকার স্বীকার করে নিয়েছেন। দলের কিছু লোকের জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে সেটাও মেনে নেন অভিষেক। কিন্তু এরপরই তিনি রানাঘাটবাসীকে আশ্বস্ত করেছেন, আর কোনওরকম দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেবেন না। তাঁর নেতৃত্বে নতুন বছরে নতুন তৃণমূল দুর্নীতিহীন স্বচ্ছ্ব পরিষেবা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার