বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: আজ বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হাজির থাকতে না পারলেও তাঁর পাশেই রয়েছে ইন্ডিয়া (INDIA bloc)। পূর্ব নির্ধারিত সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেককে তলব করেছে ইডি। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন অভিষেক। সেই টুইটকে রিটুইট করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।
তৃণমূল সূত্রের খবর, অভিষেকের পরিবর্তে বৈঠকে দল কাউকে পাঠাবে না বলেই ঠিক করেছে। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মতো সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে কমিটির সদস্য ছাড়া অন্য কেউ থাকার পক্ষপাতী নয় তৃণমূল। বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনার রূপরেখা তৈরির উপর জোর দেওয়া হোক বলেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিকেল চারটে থেকে বৈঠক শুরু হবে। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের দিনক্ষণ ও স্থান চূড়ান্ত করার সিদ্ধান্ত হতে পারে আজই।
[আরও পড়ুন: রাজস্থানে ভয়ংকর পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১১ জনের, শোকপ্রকাশ গেহলটের]
তৃণমূল সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে তৃণমূলের পাশাপাশি আম আদমি পার্টি-সহ আরও কয়েকটি দল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিলেও গড়িমসি করছে কংগ্রেস। বাংলাতে কংগ্রেসকে দু’টি আসন তৃণমূল ছাড়তে পারে, তার বেশি নয়–এই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেস তাতে রাজি নয়। আসন সমঝোতার ক্ষেত্রে কী সমীকরণ হবে তা নিয়ে যে রাজনৈতিক দল যেখানে শক্তিশালী তারা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবে এমনটাই চাইছে তৃণমূল, আপ-সহ অনেকেই। কোন লোকসভা নির্বাচনের ফলকে ভিত্তি করা হবে, তা নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে।
সূত্রের খবর, কংগ্রেসের গড়িমসিতে তৃণমূল সন্তুষ্ট নয়। আর কারণেই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার মতো যে চারটি কমিটি রয়েছে, সেখানে তৃণমূলের তরফে এখনও কারও নাম পাঠানো হয়নি। যদিও তৃণমূল জানিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফেরার পরেই অন্যান্য কমিটির সদস্যদের নাম ঠিক করা হবে। টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং আগামিদিনে তাঁর দল ইন্ডিয়া জোটের সদস্য হতে পারে, এমনটাই আভাস মিলেছে তৃণমূল শিবির থেকে। আজকের বৈঠকে মুম্বই বৈঠকে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তার উপর আলোচনা, লোগো চূড়ান্ত করা, সোশ্যাল মিডিয়াতে প্রচারের বিষয়গুলি নিয়ে আলোচনা হতে চলেছে।
[আরও পড়ুন: কলম্বোয় বোলারদের দাপটে লঙ্কা বধ, এশিয়া কাপের ফাইনালে ভারত]
পাশাপাশি ২ অক্টোবর রাজঘাটে ইন্ডিয়া জোটের কর্মসূচিও আজ চূড়ান্ত হতে পারে। এদিকে মঙ্গলবার জেডিইউ নেতা তথা সমন্বয় কমিটির সদস্য লালন সিং দাবি করেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গায়ে কোনও কালির দাগ নেই। তাই তাঁকেই ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক।