shono
Advertisement

অনুব্রতহীন বীরভূমে কোন পথে চলবে তৃণমূল? কৌশল ঠিক করতে বৈঠকে বসবেন অভিষেক

আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই হবে বৈঠক।
Posted: 02:02 PM Aug 22, 2022Updated: 02:08 PM Aug 22, 2022

নন্দন দত্ত, সিউড়ি: সামনের দু’টি কর্মসূচি। তারপরেই কলকাতায় বীরভূম (Birbhum) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সিউড়িতে তৃণমূলের (TMC) মহকুমা বৈঠকের পর জানালেন জেলা নেতারা।

Advertisement

আগামী ২৪ আগস্ট বোলপুরে কেন্দ্রীয় নেতৃত্ব তথা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ করবে তৃণমূল। দ্বিতীয়ত, ২৫ আগস্ট থেকে তারাপীঠে কৌশিকী অমাবস্যা। জেলা নেতাদের দাবি, সম্ভবত আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই কলকাতায় অনুব্রত মণ্ডলহীন জেলা নেতৃত্বকে নিয়ে বসবেন রাজ্য তৃণমূল নেতারা। রবিবার সিউড়িতে জেলা তৃণমূল ভবনে সিউড়ি মহকুমার নেতৃত্বকে নিয়ে বৈঠক বসে। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরি, অভিজিৎ সিংহ, নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়-সহ নেতারা উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: ব্যবসার অংশীদার অনুব্রতর ভাগ্নে? বোলপুরে শিব শম্ভু রাইস মিলে হানা সিবিআইয়ের]

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের পরে তিন মহকুমায় অনুব্রতহীন বৈঠক হল। তবে রামপুরহাটের বৈঠকে অনুব্রতকে নিয়ে যে আবেগ ছিল, সিউড়িতে তা কাটিয়ে উঠেছে দল। সিউড়িতে প্রতি সপ্তাহে এসে ভবনের দোতলায় যে চেয়ারে বসতেন অনুব্রত, এদিনের বৈঠকে সে চেয়ার আনা হয়নি। বরং দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “বিজেপি বা আপ দলের এই পরিস্থিতিতে যে সুবিধা করার চেষ্টা চালাচ্ছে, চক্রান্ত করছে, তা রাজনৈতিক ভাবেই তৃণমূল প্রতিরোধ করবে।”

তিনি আরও জানান, আগামী ২৪ আগস্ট বোলপুরে দুপুরে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল। মূল‌্যবৃদ্ধি-সহ জনবিরোধী নীতি নিয়ে কমপক্ষে ৫০ হাজার কর্মীর মিছিল হবে। উল্লেখ্য, গত সপ্তাহে বোলপুরে বিজেপি মিছিল করে। তার পালটা হিসাবে এবার জেলা তৃণমূল মিছিলের ডাক দিল।

[আরও পড়ুন: ‘ইডিই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি’, সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করে নিজের বক্তব্যে অনড় দিলীপ]

অনুব্রতর গ্রেপ্তারির পর আরও একবার বৈঠকে বসেছিল বীরভূম জেলা নেতৃত্ব। সেই বৈঠকে অনুব্রতর চেয়ার আনা হয়েছিল। ফাঁকা রাখা হয়েছিল চেয়ারটি। তবে রবিবারের বৈঠকে সেই চেয়ার আনা হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার