shono
Advertisement

Breaking News

‘ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খুলে দেব’, অভিষেকের মন্তব্যে কাঁপুনি গেরুয়া শিবিরে

কারা বদল করবে দল, হিসেবনিকেশে ব্যস্ত গেরুয়া শিবির।
Posted: 05:32 PM Dec 03, 2022Updated: 05:35 PM Dec 03, 2022

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: রাজ্যে ফের দলবদলের হাওয়া! ডিসেম্বরে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বেশ কয়েকজন নেতা। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কথায় তেমনই ইঙ্গিত মিলল। সভার শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঙ্কার, “দরজা খুললে তো দলটাই (বিজেপি) উঠে যাবে। ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খোলা যাক।” অভিষেকের এই মন্তব্য়ের পরই গেরুয়া শিবিরে থরহরিকম্প। এবার কার পালা, সেই হিসেবনিকেশ করতে এখন ব্যস্ত তারা।

Advertisement

সভার শেষভাগে জনসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী, সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। জানতে চান, “দলের দরজা কি খুলব?” এরপরই তাঁর সংযোজন, “আমি দরজা খুললে তো দলটা উঠে যাবে। শুধু আপনাদের ভাবাবেগের কথা ভেবে দরজা খুলছি না। কী বলেন, দরজা খুলব?” উপস্থিত দর্শকরা দ্বিধাবিভক্ত ছিলেন। কেউ কেউ জবাবে হ্যাঁ বলেন। কারোর উত্তর ছিল না। তবে সদার্থক উত্তরের পাল্লা ভারি থাকায় তৃণমূলের সেনাপতি বলেন, “তাহলে ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খুলে দিই।”

[আরও পড়ুন: ‘ন্যূনতম মূল্যবোধ থাকলে ইস্তফা দিন, উপনির্বাচনে লড়ুন’, শিশির-দিব্যেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের]

উল্লেখ্য, ডিসেম্বর পরিকল্পনা নিয়ে উত্তাল রাজনীতি। বিজেপি বারবার হুঙ্কার দিচ্ছে, ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে তোলপাড় হবে। সরকার পড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরের উপর পালটা চাপ দিতে শুরু করল তৃণমূল। কৌশলে অভিষেক বলে রাখলেন, ডিসেম্বরেই ফের বিজেপি শিবিরে ভাঙন ধরতে পারে। ওদিকে অবশ্য ডিসেম্বর নিয়ে হুঙ্কার দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। বললেন, “এই ডিসেম্বরে ডায়মন্ড হারবারে আবার আসব। বিজয় দিবস পালন করব। এক গাড়ি লাড্ডু নিয়ে আসব।”

একেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য় বিজেপি। আদি-নব্য দ্বন্দ্বে দেল ভাঙন অবশ্যসম্ভাবী হয়ে উঠছে। বহু নেতার আচরণে ক্ষুব্ধ প্রবীণ নেতারা। এর মাঝেই অভিষেকের হুঁশিয়ারিতে গেরুয়া শিবিরের অন্দরে কাঁপুনি ধরেছে। সূত্রের খবর, বঙ্গ বিজেপির পরিষদীয় দলের একাধিক নেতা শিবির বদল করতে পারে বলে আশঙ্কা। 

[আরও পড়ুন: ‘এখানকার সাংসদ সর্বভূক, কয়লা, বালি, মদের বোতল খায়’, অভিষেককে কুকথা শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার