shono
Advertisement
Abhishek Banerjee

অফিশিয়াল ফেসবুক পেজে তথ্যবিকৃতি! মেটাকে নোটিস পাঠালেন অভিষেকের আইনজীবী

অভিষেকের ফেসবুক পেজে তাঁর নামের পাশে দলের নাম থাকলেও কয়েকদিন ধরে তা দেখা যাচ্ছিল না।
Published By: Sucheta SenguptaPosted: 11:11 AM Feb 13, 2025Updated: 01:11 PM Feb 13, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোশাল মিডিয়ায় তথ্যবিকৃতির অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফেসবুকে তথ্য-বদলে মেটাকে নোটিস পাঠালেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু। বুধবার নোটিসটি পাঠানো হয়েছে। আর তার জেরেই সম্ভবত বৃহস্পতিবার অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজে আবার আগের তথ্য ফিরল।

Advertisement

ঘটনা ঠিক কী? জানা যাচ্ছে, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর পরিচয় লেখা - সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু দিন দুই আগে নজরে পড়ে, 'বায়ো'তে লেখা শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক, দলের নাম উধাও! এনিয়ে দলের অন্দরে চর্চাও হয়েছিল বিস্তর। ডায়মন্ড হারবারের সাংসদ কি নিজেই ওই তথ্য বদল করলেন নাকি নিছকই তা সাইবার বিভ্রাট? এই প্রশ্ন উঠেছিল।

বিষয়টি অভিষেকের নজরে পড়তেই তিনি আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটলেন। আইনজীবী মারফত ফেসবুকের মূল সংস্থা মেটাকে নোটিস পাঠালেন। তাতে অভিযোগ, কেউ বা কারা অবাঞ্ছিতভাবে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করেছে।  সাংসদের সোশাল মিডিয়ায় আড়ি পাতা হচ্ছে বলেও অভিযোগ। ফেসবুকের বিরুদ্ধেই অভিযোগ, সংস্থার তরফে অভিষেকের অফিশিয়াল পেজটি সম্পাদনা করার অনুমতি দেওয়া হয়েছে  অবাঞ্ছিত কাউকে। সেই কারণেই এমন বদল আর এই বদল সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়! যুক্তি সহকারে এসব অভিযোগ জানিয়ে মেটাকে নোটিস পাঠান সাংসদের আইনজীবী সঞ্জয় বসু।

যদিও বুধবার মেটাকে নোটিস পাঠানোর পর বৃহস্পতিবার দেখা গেল, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর 'বায়ো'তে ফিরেছে আগের তথ্য। রয়েছে দলের নাম। লেখা - লোকসভার সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেসবুক পেজে তথ্যবিকৃতির অভিযোগ, মেটাকে নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।
  • সাংসদের অফিশিয়াল পেজের 'বায়ো'তে তাঁর নাম, পরিচয়ের পাশে দলের নাম উধাও!
  • তাতেই অবাঞ্ছিতভাবে তথ্যবদল হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ।
Advertisement