সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইরাকি সেনা৷ সরকারি বাহিনীর অভিযানে ক্রমশ দিশেহারা হয়ে পড়ছে ইসলামিক স্টেটের সর্বেসর্বা আবু বকর আল বাগদাদি৷ অবরুদ্ধ মসুলের ভিতর থেকে বাগদাদির ঘনিষ্ঠ এক ব্যক্তি এসএমএস করে সংবাদ সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন৷
নভেম্বরের গোড়ায় পাঠানো ওই টেক্সট মেসেজের বক্তব্য, “ধরা পড়ার ভয়ে বাগদাদি ক্রমশ অসংযমী হয়ে উঠছে৷ গোপন ডেরা ছেড়ে খুব একটা বেরোচ্ছে না৷ প্রকাশ্যে আসা কার্যত বন্ধ করে দিয়েছে৷ ধরা পড়ার ভয়ে গায়ে ‘সুইসাইড বম্বার ভেস্ট’ না পরে ঘুমোতেও যাচ্ছে না৷” ওই এসএমএস থেকেই স্পষ্ট, ইরাকি, কুর্দিশ ও মার্কিন সেনাবাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থা এখন কতটা সঙ্গীন৷
সরকারি বাহিনীর হাতে ধৃত কয়েকজন ইসলামিক স্টেট জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেও এই একই তথ্য পেয়েছে ইরাকি সেনা৷ জানা গিয়েছে, বাগদাদি এখন তার ঘনিষ্ঠদেরও বিশ্বাস করতে পারছে না৷ আগে কখনও সখনও তার মুখে মজার চুটকি শোনা যেত, এখন সবসময় গম্ভীর মুখে দেখা যাচ্ছে আন্তর্জাতিক তকমা পাওয়া এই জঙ্গিকে৷ ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ধীরে চলো নীতিতে বিশ্বাসী ইরাকি সেনা৷ গত ১৭ অক্টোবর থেকে মসুল শহর অভিযান শুরু করেছে সরকারি বাহিনী৷
The post কোণঠাসা বাগদাদি ঘুমোতেও যাচ্ছে বোমা বাঁধা জ্যাকেট পরে appeared first on Sangbad Pratidin.