shono
Advertisement

ছন্দা কোচরের গ্রেপ্তারি আদতে ক্ষমতার অপব্যবহার, সিবিআইকে ভর্ৎসনা বম্বে হাই কোর্টের

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইওর গ্রেপ্তারিকে আগেই বেআইনি বলে জানিয়েছিল আদালত।
Posted: 05:00 PM Feb 19, 2024Updated: 05:01 PM Feb 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে সিবিআই। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচরের (Chanda Kochhar) গ্রেপ্তারি প্রসঙ্গে এইভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট। উল্লেখ্য, আদালত আগেই জানিয়েছিল, বেআইনিবভাবে ছন্দা ও তাঁর স্বামী দীপক কোচরকে গ্রেপ্তার করেছিল সিবিআই।

Advertisement

গত ৬ ফেব্রুয়ারি এই গ্রেপ্তারিকে বেআইনি বলে রায় দেয় বম্বে হাই কোর্ট (Bombay high Court)। তবে রায়ের বিস্তারিত বিবরণ প্রকাশ্যে এসেছে সোমবার। জাস্টিস অনুজা প্রভুদেশাই এবং এন আর বোরকারের বেঞ্চের পর্যবেক্ষণ, মাথা না ঘামিয়ে এইভাবে রুটিন গ্রেপ্তারি আসলে ক্ষমতার অপব্যবহার। দণ্ডবিধির ৪১এ(৩) ধারার সঙ্গেও মানানসই নয় এমন আচরণ। উল্লেখ্য, দণ্ডবিধির এই ধারা অনুযায়ী, যদি কোনও ব্যক্তি নোটিসে উল্লিখিত বিষয়ে সহযোগিতা করে তাহলে তাঁকে গ্রেপ্তার করা যাবে না।

[আরও পড়ুন: বাড়ি থেকে সরল ‘জয় শ্রীরাম’ পতাকা, বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন কমল নাথ?]

উল্লেখ্য, ২০২২ সালে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেপ্তার হন আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও ছন্দা কোচর। দুর্নীতি করে ভিডিওকন (Videocon) কর্তা বেণুগোপাল ধূতকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন বলেই অভিযোগ ওঠে। একাধিক অভিযোগে ২৪ ডিসেম্বর ছন্দা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার সিবিআই।

পরে ২০২৩ সালের ৯ জানুয়ারি জেল থেকে মুক্তি পান তাঁরা। তবে বম্বে হাই কোর্টের এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। শীর্ষ আদালতের তরফে বলা হয়, এই মামলা নিয়ে বম্বে হাই কোর্টেই আবেদন করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে। সেই মামলার রায়েই সিবিআইকে তিরস্কার করে আদালত। আগেই এই গ্রেপ্তারিকে বেআইনি বলেছিল বম্বে হাই কোর্ট। এবার তদন্তকারী সংস্থার আচরণ নিয়েও ক্ষুব্ধ আদালত।

[আরও পড়ুন: ‘মণিপুরের সঙ্গে তুলনীয় নয়’, সন্দেশখালি ইস্যুতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement