shono
Advertisement

মেয়েদের ছোট পোশাক ও আমিষ বন্ধের নির্দেশ, জেএনইউ-তে পোস্টার বিতর্কে এবিভিপি

বাম সংগঠনের বিরুদ্ধে পালটা চক্রান্তের অভিযোগ। The post মেয়েদের ছোট পোশাক ও আমিষ বন্ধের নির্দেশ, জেএনইউ-তে পোস্টার বিতর্কে এবিভিপি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:25 PM Sep 15, 2018Updated: 01:25 PM Sep 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্টার বিতর্কে আবারও উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্টার৷ যেখানে এবিভিপি-র নাম করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ করা হবে, বিশ্ববিদ্যালয় চত্বরে আমিষ খাবারের দোকান উচ্ছেদ করা হবে৷ এমনকি পোস্টারে জেএনইউ-কে ‘দেশবিরোধেী কমরেডদের আখড়া’ও বলা হয়েছে৷ নির্বাচনের মরশুমে এই পোস্টার ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে জেএনইউ-তে৷ যদিও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন পোস্টার তাঁরা দেননি৷ বিরোধী আইসা-র ষড়যন্তের পালটা অভিযোগ তোলা হয়েছে এবিভিপির তরফ থেকে৷

Advertisement

[পাইলটের সোশ্যাল মিডিয়া আসক্তিতেই দুর্ঘটনা, সাফাই বায়ুসেনা প্রধানের]

এখানেই শেষ নয়, প্রতিশ্রুতির নাম করে পোস্টারে একগুচ্ছ বিতর্কিত কথা বলা হয়েছে৷ জানান হয়েছে, সেন্ট্রাল লাইব্রেরিতে মেয়েদের থাকার সময়সীমা কমানো হবে। ছেলেদের হস্টেলে মেয়েদের প্রবেশ বন্ধ করা হবে৷ জন্মদিনের কোনও উৎসব ক্যাম্পাসে করা যাবে না৷ যৌন হেনস্তা ও শ্লীলতাহানির ঘটনা বন্ধ করা হবে৷ অভিযোগ করা হয়, বামপন্থী সংগঠনগুলি নাকি শ্লীলতাহানি ও সন্ত্রাসবাদীদের আখড়া। এই পোস্টারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবিভিপি নেতা সৌরভ শর্মা৷ তিনি জানান, এমন পোস্টার তাঁরা দেননি৷ বাম মনোভাবাপন্ন দলগুলি তাঁদের উত্থানে ভয় পেয়েই এমন কুৎসার আশ্রয় নিচ্ছে বলে তাঁর পালটা অভিযোগ৷

[জ্বালানি জ্বালায় জর্জরিত কেন্দ্র, আমদানিতে লাগাম টানার ইঙ্গিত জেটলির]

গতকালই জেএনইউ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ছাত্র সংসদের নির্বাচন৷ রাত দশটা থেকে শুরু ভোট গণনা৷ তবে ব্যালট বক্স ছিনতাই করার অভিযোগ ওঠে মধ্যরাতে৷ ফলে বন্ধ করে দেওয়া হয় ভোট গণনা৷ নির্বাচন কমিটির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই গণনা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে৷ ছিনতাইকারীদের নাম প্রকাশ না করলেও, এই ঘটনা যে নির্বাচনী বিধিকে লঙ্ঘন করেছে তা জানিয়েছে নির্বাচনী কমিটি৷ উল্লেখ্য, বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে দিল্লি বিস্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের ফলাফল৷ সেখানে বিপুল জয় পেয়েছে এবিভিপি৷ সংসদের তিনটি শীর্ষ পদে জয়ী হয়েছেন তাঁদের প্রার্থীরা৷ প্রবল বিরোধী হওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফলাফল উজ্জীবিত করেছে এবিভিপিকে৷ ফলে জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ফলাফল নিয়েও আশাবাদী গেরুয়াপন্থী সংগঠনটি৷ শনিবারই ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে৷

The post মেয়েদের ছোট পোশাক ও আমিষ বন্ধের নির্দেশ, জেএনইউ-তে পোস্টার বিতর্কে এবিভিপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement