সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম পলাশ সাহা। মগরাহাট থানার বাসিন্দা তিনি। ৯৭৭ নম্বর ব্যাচের ওই কনস্টেবল হাওড়া সিটি পুলিশের অধীনে টেলিকম দপ্তরে কর্মরত ছিলেন। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের অন্তর্গত ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে ঘটে যায় দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ধর্মতলা রুটের একটি বেসরকারি বাস ধাক্কা দেয় ওই বাইকে থাকা ওই পুলিশ কর্মীকে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন পলাশ। এরপর বাসটি পুলিশ কর্মীর শরীরের উপর দিয়ে চলে যায়।
[আরও পড়ুন: রাতে টেলিফোনের পাশে জেগে ৪ চিকিৎসক, মাঝরাতের দাম্পত্য কলহ সামলাচ্ছে SSKM]
স্থানীয়রা টের পাওয়ামাত্রই পুলিশ কর্মীকে উদ্ধারের কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় থানায়। গুরুতর আহত অবস্থায় পলাশবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর সঙ্গে থাকা নথি থেকে মৃতের পরিচয় জানা গিয়েছে। ইতিমধ্যেই পরিবারে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।