shono
Advertisement

Breaking News

জীবনের প্রথম বড় পরীক্ষার আগের রাতেই দুর্ঘটনার কবলে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Posted: 09:44 AM Feb 02, 2024Updated: 02:31 PM Feb 02, 2024

সুমন করাতি, হুগলি: জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই নিভল জীবনপ্রদীপ। পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হুগলির (Hooghly) আরামবাগের মাদারচক এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম শেখ মইদুল। হুগলির আরামবাগের বাসিন্দা সে। আজ অর্থাৎ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল মইদুলের। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পড়াশোনার ফাঁকে বাইক নিয়ে দুধ কিনতে বেরিয়েছিল ওই ছাত্র। ভাবতেও পারেনি এত বড় বিপদ অপেক্ষা করে রয়েছে তার জন্য। বাড়ির কাছেই একটি ইঞ্জিন ভ্যান ধাক্কা দেয় ওই ছাত্রকে। রাস্তায় ছিটকে পড়ে সে।

[আরও পড়ুন: কবীর সুমনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, এখন কেমন আছেন শিল্পী?]

তড়িঘড়ি স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে যায় আরামবাগ মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ আধিকারিকরা।

এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে দুর্ঘটনার কবলে পড়ে আরও এক পরীক্ষার্থী। হাওড়ার বীরশিবপুরের বাসিন্দা ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল বাগনানের বাঙালপুর ইউসি হাই স্কুল। কাকার মোটরবাইকে চড়ে সে যাচ্ছিল পরীক্ষাকেন্দ্রে। সামনে থাকা অন্য একটি মোটরবাইকের পিছনে ধাক্কা লেগে বাইক উলটে যায়। ছাত্রীর পায়ে চোট লেগেছে বলে খবর।

[আরও পড়ুন: জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার