shono
Advertisement

টিউশন থেকে ফেরার পথে টোটোর ধাক্কায় মৃত্যু খুদের, কুয়াশাই কাড়ল প্রাণ?

কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
Posted: 01:34 PM Jan 17, 2024Updated: 02:01 PM Jan 17, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: কুয়াশার জেরে মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর ধাক্কায় মৃত্যু খুদে ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার ভীমপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃত শিশুর নাম রনি ঘোষ। বয়স আনুমানিক ৬ বছর। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল সে। পড়া শেষে ফিরছিল বাড়ির দিকে। এদিকে এদিন সকাল থেকেই কুয়াশায় মুড়ে ছিল পথঘাট। যার জেরে পড়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় উলটো দিক থেকে আসা টোটো দেখতে পায়নি খুদে। যার জেরে ঘটে দুর্ঘটনা।

[আরও পড়ুন: মমতার সংহতি মিছিল ‘আটকাতে’ হাই কোর্টে শুভেন্দু, ‘ওরা সম্প্রীতি চায় না’, পালটা কুণাল]

উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা টোটো ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রাথমিকভাবে অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা।

[আরও পড়ুন: উধাও হবে শীত!ফের বাড়বে তাপমাত্রা, বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার