shono
Advertisement

নন্দকুমারে দিঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

এখনও চলছে উদ্ধারকাজ।
Posted: 04:09 PM Nov 01, 2023Updated: 06:52 PM Nov 01, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: নন্দকুমারে দিঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু ৪। জখম বেশ কয়েকজন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছে ১১৬ নম্বর জাতীয় সড়ক।

Advertisement

জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি বাস। ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়ির। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘শুধু বিশ্বভারতী নয়, জাতীর জন্যও ক্ষতিকারক’, খোলা চিঠিতে বিদ্যুৎ চক্রবর্তীকে তোপ সুদীপের

এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণের জন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক। ব্যস্ত সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন আমজনতা। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের পথে। 

[আরও পড়ুন: দেহ দাহ শুরু হতেই পোড়া বালিশ থেকে বেরল কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকা! শোরগোল বসিরহাটে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার