সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। বিষ্ণুপুরের হাটখোলায় প্রেমিকা ও তাঁর জেঠিমাকে খুনের অভিযোগে কলেজ ছাত্রীর প্রাক্তন প্রেমিক সৌরভ মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। তার কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে মৃতদের পরিবার।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ওইদিন গভীর রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান কলেজ ছাত্রী ও তাঁর জেঠিমা। শুক্রবার সকালে পূর্ণিমা নস্কর নামে বছর চুয়ান্নর মহিলার দেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়। মাথায় আঘাতের চিহ্ন ছিল ওই মহিলার। সন্ধেয় তদন্ত চলাকালীন ওই পুকুর থেকে কলেজ ছাত্রী চুমকি নস্করের দেহও উদ্ধার হয়। দু’জনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে পরিবার অভিযোগ করে। পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের হয়।
[আরও পড়ুন: সুযোগ এলেও দলবদল করেননি, কাটোয়ায় বামেদের ভরসা সেই অশীতিপর রামচন্দ্র মণ্ডল]
পরিবারের অভিযোগ ছিল, পাশের পড়ার সৌরভ মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল চুমকির। কিন্তু বিয়ের কথা বলতেই তাতে নারাজ হয় সৌরভ। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ, অন্য এক যুবকের সঙ্গে চুমকির নতুন করে সম্পর্ক গড়ে উঠেছে সন্দেহে বৃহস্পতিবার রাতে চুমকিকে ডাকে সৌরভ। বাড়ির বাইরে আসতেই তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে সে। ছাত্রীর জেঠিমা তা দেখে ফেলেন। এর ফলে জেঠিমাকেও খুন করে বলে সৌরভের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপরই তার খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত।